ছবি: ভোরের আকাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলীকে (৩৮) সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জানায় র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন। গ্রেপ্তারকৃত আসামি সাহেব আলী (৩৮) সিদ্ধিরগঞ্জ থানার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে র্যাব-১১ জানায়, সাহেব আলী সিদ্ধিরগঞ্জ এলাকার শীর্ষ সন্ত্রাসী। সাহেব আলী তার বাহিনীর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ এলাকায় অস্ত্রসহ শোডাউন, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। এছাড়াও তার বাহিনীর সদস্যরা বিভিন্ন এলাকায় মাদক বিক্রির কাজের সাথে জড়িত ছিল। তার অপকর্মে বাঁধা দেয়ায় অনেকের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে এই সাহেব আলী।
সাহেব আলীকে এর আগেও কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে। তবে তাকে গ্রেপ্তার করা এত সহজ ছিল না। সাহেব আলীকে গ্রেপ্তার করতে গেলেই তার বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যেতেন তিনি। এই সংক্রান্ত ঘটনায় সাহেব আলীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
গত ১৫ অক্টোবর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল সাহেব আলীকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মান্নান ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সাতটি ডাকাতি, দুইটি মাদক, একটি নারী ও শিশু নির্যাতন, দুইটি নাশকতা, তিনটি সন্ত্রাসবিরোধী আইন ও সরকারি কাজে বাধা দেয়ার পাঁচটি মামলাসহ বিশটি মামলা রয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব-১১।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে আকরাড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেছেন। এলাকাবাসী এ ইটভাটা বন্ধে বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও বন ও পরিবেশ মন্ত্রণালয়কে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।জানা গেছে, আমতলী উপজেলার রায়বালা গ্রামে ২০১৭ সালে আব্দুল হান্নান মৃধা বিবিসি (বিসমিল্লাহ ব্রিকস) নামের একটি ইটভাটা স্থাপন করেন।ফসলী জমিতে ইটভাটা স্থাপন করায় ওই এলাকার অন্তত পাচ’শ একর তিন ফসলি জমি, গাছপালা, জীব বৈচিত্র্য, প্রাণী সম্পদ, খামার, গ্রামীণ সড়ক নষ্ট ও পরিবেশ দুষিত হচ্ছে। এতে ওই গ্রামের পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পরেছে বলে দাবী এলাকাবাসীর।কৃষকরা অভিযোগ করেন, ইটভাটা নির্মাণ করায় জমির উর্বরতা হারিয়েছে। জমিতে এখন আর আগের মত ফসল ফলছে না। ওই ইটভাটার তিন’শ কিলোমিটারের মধ্যে রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতিম খানা ও ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে উল্লেখ আছে আবাসিক এলাকা, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। কিন্তু রায়বালা গ্রামে ইটভাটার মালিক আব্দুল হান্নান মৃধা এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইটভাটা স্থাপন করেছেন। ওই আইন লঙ্ঘন করে কেউ ইটভাটা স্থাপন করলে তাকে এক বছর অনধিক পাঁচ বছরের জেল অথবা আর্থিক জরিমানা করার বিধান রয়েছে।কিন্তু ওই আইনের প্রতিফলন ঘটছে না ওই ইটভাটাতে। স্বাস্থ্য, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বিবিসি ইটভাটা বন্ধে রায়বালা গ্রামের সচেতন নাগরিকরা বৃহস্পতিবার বিকেলে আকবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় জাহাঙ্গির আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাশির উদ্দিন, কবির গাজী, শাহীন ও খোকন প্রমুখ।মানববন্ধনে বক্তারা দ্রুত স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় বিবিসি ইটভাটা বন্ধের দাবী জানান। তারা আরো বলেন, ইটভাটার কারনে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। জমিতে আগের মত ফসল হয় না। গাছে ফল ধরে না। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হচ্ছে।শিশুরা শ্বাস কষ্টসহ নানাবিধ রোধে আক্রান্ত হচ্ছে। বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর এবং বন ও পরিবেশ মন্ত্রনালয়কে ইটভাটা বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিবিসি ইটভাটাতে ইট প্রস্তুত করতে কার্যক্রম শুরু করেছে। তিনপাশে ধান ক্ষেত এবং একপাশে গ্রাম রয়েছে। রায়বালা গ্রামের কৃষক কবির গাজী বলেন, বিবিসি ইটভাটার কারনে ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এখন আর আগের মত জমিতে ফসল ফলছে না। তিনি আরো বলেন, এলাকার পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত ওই ইটভাটা বন্ধের দাবী জানান তিনি।নাশির উদ্দিন ও বশির বলেন, রায়বালা এলাকার অন্তত পাঁচ’শ একর ফসলি জমি,জীব বৈচিত্র্য, গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে এবং পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ওই গ্রামের কৃষি জমি ও মানুষকে স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষায় ওই ইটভাটা বন্ধের দাবি জানান তারা। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার শিশুরা শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। বিবিসি ইটভাটার মালিক মো. হান্নান মৃধা বলেন, ঝিকঝ্যাক ইটভাটাতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি, কৃষি জমি ও পরিবেশ নষ্ট হওয়ার কোন সুযোগ নেই। সকল প্রকার ছাড়পত্র নিয়েই ইটভাটা স্থাপন করেছি।আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. রাসেল বলেন, বিবিসি ইটভাটার মালিককে ইটভাটা স্থাপনে কোন প্রত্যায়ন দেয়া হয়নি। কৃষি জমিতে ইটভাটা স্থাপন করলে একদিকে আবাদি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে জমির ফসল ও পরিবেশ নষ্ট হচ্ছে।বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, পরিবেশ নষ্ট হয় এমন জায়গায় ইটভাটা স্থাপন করতে পারবে না। এলাকার মানুষ ইটভাটা বন্ধে মানববন্ধন করছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ওই ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয়া হয়েছে কিনা , তা আমার খতিয়ে দেখতে হবে।আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খাঁন বলেন, সরকারী নিয়ম বর্হিভুত কোন ইটভাটা নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।ভোরের আকাশ/জাআ
চট্টগ্রাম ইপিজেডে একটি তোয়ালে কারখানায় লাগা আগুনের ঘটনায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বাকি শ্রমিকরা আগেই নিরাপদে বের হতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনীও।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।তিনি বলেন, আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিলেন। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি। আটতলায় যারা ছিল তারা জানিয়েছেন, সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছেন।এর আগে দুপুর ২টার দিকে নয়তলা ওই কারখানাটির আট তলায় প্রথমে আগুন লাগে। পরে নিচের দুটি ফ্লোরে ড়িয়ে পড়ে।জানা যায়, চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত ওই কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি ও তোয়ালে তৈরি করা হতো। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি।এর আগে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ভবনের ৬, ৭ ও ৮ তলায় আগুন লেগেছে। বর্তমানে ১৭টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।তিনি আরও জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নিখোঁজের দুই দিন পর আনিছুর রহমান (৪৫) নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি শীলপাড়া গ্রামের এক ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আনিছুর রহমান তালুক ফলগাছা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত অটোভ্যান চালক ছিলেন।পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, আনিছুর রহমান গত ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। তিনি সেদিন থেকেই নিখোঁজ ছিলেন।আজ সকালে সাতগিরি শিলপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় পড়নের লুঙ্গির একটি অংশ পেঁচানো ছিল এবং সেই লুঙ্গির অংশ পাশের একটি গাছেও ঝুলানো ছিল।বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে কঁচা ও বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।বুধবার রাতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ কারেন্ট জালসহ দুইজন জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. বাবু (৩০) ও মো. ইব্রাহিম (৩৫)।মৎস্য সংরক্ষণ ও রক্ষা আইন, ১৯৫০ এর ৫ (১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে ১,৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় অক্টোবর মাসে দেশের বিভিন্ন নদীতে জোরদার অভিযান পরিচালনা করছে মৎস্য অধিদপ্তর।ভোরের আকাশ/জাআ