ছবি : সংগৃহীত
রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় টানা তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবককে ধাওয়া দিয়ে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।
রোববার (১২ অক্টোবর) রাতে ফার্মগেট ও রাজাবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আটক হওয়া যুবক হলেন— আরিফুর রহমান হৃদয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হৃদয় পিরোজপুর জেলা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পর ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা রাজাবাজারের ভেতর লুকানোর সময় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজার দিক থেকে আসা তিন আরোহীর একটি মোটরসাইকেল ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেলটি বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলসহ দুইজন পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক যুবকের নাম আরিফুর রহমান হৃদয়। সে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। এছাড়াও, তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত চলছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
রাজধানীর ফার্মগেট ও রাজাবাজার এলাকায় টানা তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবককে ধাওয়া দিয়ে ধরে পুলিশের হাতে সোপর্দ করে।রোববার (১২ অক্টোবর) রাতে ফার্মগেট ও রাজাবাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।আটক হওয়া যুবক হলেন— আরিফুর রহমান হৃদয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হৃদয় পিরোজপুর জেলা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মী।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার পর ফার্মগেট এলাকায় হঠাৎ বিকট শব্দ হয়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেল আরোহী তিনজন দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে তারা রাজাবাজারের ভেতর লুকানোর সময় আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, রাত ১০টা ৭ মিনিটে কারওয়ান বাজার দিক থেকে আসা তিন আরোহীর একটি মোটরসাইকেল ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে এসে একটি ককটেলটি বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া দিলে তারা রাজাবাজারের মসজিদ গলিতে গিয়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ করে মোটরসাইকেলসহ দুইজন পালিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।তিনি আরও বলেন, আটক যুবকের নাম আরিফুর রহমান হৃদয়। সে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিকের অনুসারী বলে জানা গেছে। এছাড়াও, তাকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত চলছে।পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের অংশবিশেষ ও বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।ভোরের আকাশ/মো.আ.
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (৫ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।এর আগে, শনিবার (৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারদের নাম পরিচয় জানা যায়নি।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/মো.আ.
রাজধানীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভুয়া ডেপুটি পরিচালক (ডিডি) পরিচয় দেওয়া মো. জাহিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি ও মোবাইলসহ বিভিন্ন আইডি কার্ড জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় রায়েরবাজার এলাকার ফুটপাত থেকে কারা চাঁদা আদায় করে এমন তথ্য সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা ওই ব্যক্তিকে ঘিরে ধরে। খবর পেয়ে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। সেখানে জাহিদ নামের ভুয়া এনএসআই পরিচয় দেওয়া ব্যক্তিকে আটক করে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।তিনি আরও বলেন, এ সময় জাহিদ নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের কথা বলেন। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।পুলিশের এই কর্মকর্তা বলেন, পরবর্তীতে তাকে তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা পরিচয়ের কার্ড, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি পাসসহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার আইডি কার্ড পাওয়া যায়। এ ঘটনায় জাহিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ/মো.আ.
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল অর্গানাইজ করছিলেন অজয় কর খোকন। এসব অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।ছাত্রলীগের ১৯৯৮-২০০২ মেয়াদের কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন অজয় কর খোকন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।ভোরের আকাশ/মো.আ.