আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ০৬:১৭ পিএম
আমতলীতে ইউপি সচিবের বিরুদ্ধে মানববন্ধন
বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ নিজাম উদ্দিনের বিরুদ্ধে ভিজিডি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা, জেলে চাল ও অন্যান্য সেবার নামে অর্থ আদায়ের অভিযোগ এনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় ভুক্তভোগী অসহায় ও দরিদ্র পরিবারসমূহ এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অভিযোগ ওঠে, সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন দায়িত্ব গ্রহণের পর থেকেই অসহায়দের সরকারি সেবা পেতে অর্থ আদায় করে আসছেন। অভিযোগ রয়েছে, সদ্য চালু হওয়া অনলাইনভিত্তিক ভিজিডি রেজিস্ট্রেশন কার্যক্রমেও তিনি দরিদ্রদের কাছ থেকে টাকা নিয়েছেন। এছাড়া জন্মনিবন্ধন, জেলে চাল ও সরকারি সহায়তা বিতরণে অর্থ আদায়ের অভিযোগও উঠে।
ভুক্তভোগীরা জানায়, একাধিকবার লিখিতভাবে অভিযোগ দিলেও কোনো প্রতিকার মেলেনি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমতলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জালাল মৃধা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার। এতে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোকলেছ মৃধা, সহ-সভাপতি এনাম সরকার, যুবদল যুগ্ম সম্পাদক মাহবুব প্যাদা, ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ খাঁন মজনু, মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক হানিফ বয়াতী, ছাত্রদল সভাপতি গাজী সোলায়মানসহ একাধিক ভুক্তভোগী নারী।
এ বিষয়ে সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এসবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।” তবে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ খান তাপস বলেন, ভুক্তভোগীদের অভিযোগ সত্য। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, একটি মানববন্ধনের কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/আজাসা