ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২ এএম
ছবি- ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে দেশের অন্যতম শীর্ষ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান সাইফুরস-এর ইংলিশ কোর্স সমাপ্তি উপলক্ষে বিদায় অনুষ্ঠান হয়েছে।
শনিবার দুপুরে (১৩ সেপ্টেম্বর) শ্রীপুরের মাওনা শাখার স্থানীয় সাইফুরস কোচিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেনুর হাসান মীম ও ইশতিয়াক আহাম্মদের সঞ্চালনায় প্রতিষ্ঠানে পরিচালক প্রভাষক নুরে আলম সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন , দৈনিক করতোয়া পত্রিকার প্রতিনিধি বেলায়েত হোসেন শেখ, সাইফুরস ইংলিশ কোর্সের শিক্ষক দেলোয়ার হোসাইন।
এছাড়া কোর্স সমন্বয়ক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইংরেজি ভাষা এখন শুধু একটি বিষয় নয়, বরং আধুনিক বিশ্বে টিকে থাকার অন্যতম হাতিয়ার। সাইফুরসের শিক্ষার্থীরা এই কোর্সের মাধ্যমে ইংরেজি ভাষা দক্ষতা অর্জন করে ভবিষ্যতে কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষায় সফল হবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
ভোরের আকাশ/জাআ