নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৩১ পিএম
ছবি: ভোরের আকাশ
আওয়ামী লীগের শাসন আমলে মানুষ ভয়ের সাথে বসবাস করত। গত ৫ আগস্ট ফ্যাসিবাদি হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমাদের এই জনপদ হায়নামুক্ত হয়েছে। মানুষ শান্তিতে, স্বস্তিতে আছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার স্থানীয় কবিরাজবাড়ি বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরন ও পথসভায় এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।
সাঈদ খান বলেন, এই নাজিরপুরকে উন্নয়নের দোহাই দিয়ে সব সময় জিম্মি করে রেখেছিলো ওই ফ্যাস্টিট শেখ হাসিনার দোসোররা। গণঅভ্যুত্থানের পরবর্তী এই বাংলাদেশে আমরা আর কোন রক্ত চক্ষুকে ভয় করিনা। জুলাই গণঅভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছিলাম শান্তি বসবাস করবো সম্প্রতির নাজিরপুর গড়ব সেই প্রত্যাশায়। প্রিয় সহকর্মীবৃন্দ মুক্ত বাংলাদেশে কিছু কুচক্রী মহল অপতৎপরতা চালাচ্ছে আমাদের এই সম্প্রতির সমাজব্যবস্থায় সবাই সতর্ক থাকবেন। আমরা আর কত রক্ত দিব? জুলাই অভ্যুত্থানে আমার কন্ঠ রোধ করার জন্য আমাকর গুম করা হয়েছিলো আপনাদের ভালোবাসায় ওই হাসিনার জিঞ্জির ভেঙে বেরিয়ে এসেছি। জিঞ্জির যখন ভাঙতে পেরেছি আমাদের ভাগ্য আমরা পরিবর্তন করবো ইনশাল্লাহ।
তিনি বলেন, উন্নয়নের দোহাই দিয়ে ভোট নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দিব না। নিজেদের ভাগ্য নিজেরাই বদলে নিবো। আর কারো প্রতারণা ও কুচক্রে আমরা পা দিবো না। ১৯৭৬,, ৭৭, ৭৮ সালে এই নাজিরপুরে শহীদ জিয়াউর রহমান উন্নয়নের চিন্তার বীজ বপন করেছিলেন। এই মাটিতে খাল কেটে সোনালী সম্ভাবনার স্বপ্ন বপন করেছিলেন। কিন্তু ভাগ্য আমাদের বিরম্বতি করেছে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়েছি। প্রিয় নাজিরপুরবাসী আজ আমি আপনাদের কাছে ভোট চাইতে হাজির হইনি, আজ আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদের কাধে কাধ মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসুরি তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা নিয়ে হাজির হয়েছি। এই ৩১ দফায় নাজিরপুরের ভাগ্য বদলের সপ্ন আছে। এই ৩১ দফায় নাজিরপুরের মাটি ও মানুষের মুক্তির স্বপ্ন রয়েছে। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বদলে যাবে নাজিরপুর, পিরোজপুর, ইন্দুরকানী। ক্যালেন্ডারের পাতা বদলের সাথে সাথে এই পিরোজপুরের ভাগ্য বদল হবে ইনশাআল্লাহ। আগামীদিনের সেই লড়াইয়ে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সনীর্ভর বাংলাদেশ বিনির্মানে তারন্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ৩০ বাস্তবায়নে এই নাজিরপুরের কবিরাজবাড়ী হাটে আমরা ভোটের ব্যালটে বিপ্লবের মাধ্যমে তারেক রহমানকে এই আসন উপহার দিয়ে নাজিরপুরের উন্নয়নের অগ্রজাত্রাকে আরো এগিয়ে নিবো।
তিনি আরো বলেন, কোনো কুচক্রী মহলের কোনো ষড়যন্ত্র আমরা কানে নিবো না সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের লড়াই সংগ্রামে সকলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে ধানের শীষের বিজয় করবো। মনে রাখবেন উন্নয়নের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে স্বপ্ন তারেক রহমানের আছে, সেই স্বপ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। সিদ্ধান্ত নিতে হবে আপনাদের, আপনারা আপনাদের ভাগ্য বদল চান কি না! যদি পরিবর্তন চান, ভাগ্য বদল চান আসুন ৩১ দফাকে হাতিয়ার করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে উষার দুয়ারে আমরা সোনালী সম্ভবনাময় সূর্য উদিত করি।
ভোরের আকাশ/জাআ