× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খনি শ্রমিকদের অবস্থান ধর্মঘটে পাথর উত্তোলন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ০২ জুলাই ২০২৫ ০৫:৩১ পিএম

ছবি-ভোরের আকাশ

ছবি-ভোরের আকাশ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া পাথরখনির উৎপাদন বন্ধ রেখে অবস্থান ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। সকাল ৭ টা থেকে খনির প্রধান ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন শ্রমিকেরা।

জানা গেছে, মধ্যপাড়া কঠিনশীলা খনিতে ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিস) প্রতিদিন  তিন শিফটে শ্রমিকদের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ পাথর উত্তোলন কার্যক্রম পরিচালা করে আসছে। চলতিবছর মে মাসে কর্তৃপক্ষের দেয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী নিরলস পরিশ্রমের মাধ্যমে খনির শ্রমিক কর্মচারীরা অতিরিক্ত পাথর উৎপাদনে সক্ষম হন। কিন্তু লক্ষমাত্রা অর্জিত হলেও প্রডাকশন প্রফিট বোনাস না দেয়ায় শ্রমিকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। 

এ নিয়ে কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের দফায় দফায় বৈঠক হলেও সমাধান না হওয়ায় শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। সেই সাথে এ ঘটনার প্রতিবাদ করায় খনির ব্লাস্টার শফিকুল ইসলাম, লং ড্রিল অপারেটর রফিকুল ইসলাম, অপারেটর ওমর আলী এবং জুনিয়র হেলপার  হাসান আলীকে অব্যাহতি প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে ঘটনার প্রতিবাদ ও অব্যাহতি দেয়া শ্রমিকদের পূনঃরায় স্বপদে বহালের দাবীতে 

বুধবার (২ জুলাই) খনির সকল কার্যক্রম বন্ধ রেখে শান্তিপূর্ণ আন্দোলনে নামেন শ্রমিকরা। দাবী আদায় না হলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন খনি শ্রমিক শফিকুল ইসলাম, হাসান আলী, সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

শ্রমিকদের আন্দোলনের কারণে বুধবার সকাল থেকে মধ্যপাড়া পাথর খনির উৎপাদন কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-মহাব্যবস্থাপক সৈয়দ রফিজুল ইসলাম। তিনি আরও বলেন, শ্রমিকরা ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে কাজ করে পেট্রোবাংলার অধীনে নয়। সংকট সমাধানে কর্তৃপক্ষ কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী

দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী

সংশ্লিষ্ট

এটা হাসিনার নয়, ছাত্র-জনতার বাংলাদেশ: নাহিদ ইসলাম

এটা হাসিনার নয়, ছাত্র-জনতার বাংলাদেশ: নাহিদ ইসলাম

ডেঙ্গুর প্রকোপে ডাবের সঙ্কট, দামও চড়া

ডেঙ্গুর প্রকোপে ডাবের সঙ্কট, দামও চড়া

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির কর্মী সমাবেশ

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির কর্মী সমাবেশ

ইউএনও’র হস্তক্ষেপে নদী পেল প্রাণ

ইউএনও’র হস্তক্ষেপে নদী পেল প্রাণ