ছাত্রদল নেতাকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার মামলা ছাত্রলীগ নেত্রীর

ছাত্রদল নেতাকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার মামলা ছাত্রলীগ নেত্রীর

বরগুনা প্রতিনিধি

প্রকাশ : ৩ দিন আগে

আপডেট : ৩ দিন আগে

ছাত্রদল নেতাকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার মামলা ছাত্রলীগ নেত্রীর

ছাত্রদল নেতাকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার মামলা ছাত্রলীগ নেত্রীর

বরগুনার ইমরান খান নামের এক ছাত্রদল নেতাকে ফাঁসাতে তাকে আসামি করে বরগুনা আদালতে একটি ধর্ষণ চেষ্টার মামলা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেত্রী। মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থল তো দূরের কথা, উপজেলায়ই ছিলেন না বলে দাবি করেছেন আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান। প্রমাণ হিসেবে একাধিক সিসি টিভি ফুটেজও উপস্থাপন করেছেন। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। সরেজমিন ঘুরে পাওয়া গেছে ভিন্ন তথ্য যা সম্পূর্ণ মামলার অভিযোগের বিবরণের বিপরিত চিত্র।

মামলার অভিযোগে বাদী ফাতেমা তুজ জোহরা মৈতি  উল্লেখ করেছেন, ‘গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে আমতলী পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের পল্লবী সড়কের এ কে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রিক্সা যোগে বাসায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে ইমরান তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি এবং অপহরণের চেষ্টা করে। এর আগেও প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিতেন ইমরান।’

মৈতি  শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার  ঘটনা দেখিয়ে ১৮ মার্চ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। অথচ, এদিকে ঐ স্কুলের নৈশপ্রহরী আহসান, আশেপাশের দোকানীরা ও এলাকাবাসী একরম কোন ঘটনার বিষয় জানেনই না। বিগত ১ মাসেও এ এলাকায় এমন কোন ঘটনা ঘটেনি বলে জানান তারা।

সরেজমিন ঘুরে জানা গেছে, মামলার বাদী মৈতি আমতলী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের জনৈক গোলাম মোস্তফার মেয়ে। এর আগেও পৈত্রিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জব্দ করতে মেয়ে মৈতিকে ভিকটিম সাজিয়ে আপন ভাইয়ের ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টা মামলা করেছিলেন আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। মৈতি ছাত্রলীগের উপজেলা শাখার উপ ছাত্রবিষয়ক সম্পাদক। তবে মৈতির দাবী, তিনি ২০২৪ সালের ১৬ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন। একাধিক শিক্ষার্থী জানান, ইমরান খানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতেই এই মিথ্যা মামলা করা হয়েছে। এলাকাবাসী জানান, মৈতি কিছুদিন আগে ভিন্ন ধর্মাবলম্বী এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক করে ওই ছেলের বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায় করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইসলাম বলেন, ফেসবুক আইডি হ্যাক হওয়ার বিষয়ে ইমরান খান আমার সাথে ফোনে যোগাযোগ করেছিলেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম মোবাইল ফোনে তার দপ্তরে বসে বাগবিতণ্ডার বিষয়টি এড়িয়ে গিয়ে মামলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

কুয়াকাটায় ঈদের দিনে পর্যটকদের ঢল

কুয়াকাটায় ঈদের দিনে পর্যটকদের ঢল

চট্টগ্রামে বাস-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রামে বাস-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

দিনাজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

দিনাজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

শেরপুরের ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

শেরপুরের ৭ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

মন্তব্য করুন