× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাক্সিক্ষত সেবা পাচ্ছে না জেলার ৪০ লাখ মানুষ

আওয়ামী দুর্নীতির খেসারত দিচ্ছে টাঙ্গাইল মেডিকেল

মহিউদ্দিন সুমন, টাঙ্গাইল

প্রকাশ : ০৭ মে ২০২৫ ০৫:০৪ পিএম

আওয়ামী দুর্নীতির খেসারত দিচ্ছে টাঙ্গাইল মেডিকেল

আওয়ামী দুর্নীতির খেসারত দিচ্ছে টাঙ্গাইল মেডিকেল

টাঙ্গাইলে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছিল দীর্ঘদিনের। বহু প্রতীক্ষিত এ দাবি ইতোমধ্যে পূরণও হয়েছে। তবে অপরিকল্পিত অবকাঠামো, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ লোকবলের অভাব, বাক্সবন্দি যন্ত্রপাতি এবং আউটডোর পুরো চালু না হওয়ায় কাক্সিক্ষত চিকিৎসাসেবা পাচ্ছেন না জেলার ৪০ লাখ মানুষ। এদিকে অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি কেনাকাটাসহ নানা ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির ফলে ‘হ য ব র ল’ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, জেলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে প্রায় ছয়শ’ কোটি টাকা ব্যয়ে শেখ হাসিনার নামে মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালে ১৫তলা হাসপাতালের ভবনটি হস্তান্তর করে গণপূর্ত বিভাগ। পর্যায়ক্রমে যন্ত্রপাতি কেনা, ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ লোকবল নিয়োগ হয়। এর আগে ২০২১ সালে স্বল্প পরিসরে চিকিৎসাসেবাও চালু হয়।

সম্প্রতি সরেজমিন মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, মেডিসিন অন্তঃবিভাগে তিনটি ইউনিটে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। জনবল সংকটের কারণে অন্তঃবিভাগের অর্থোপেডিক, নাক-কান-গলা, চক্ষু এবং নবজাতক শিশু বিভাগ ও ডায়ালাইসিসসহ বিভিন্ন বিভাগে পুরোপুরি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ নেই। ডায়ালাইসিস মেশিন বাক্সবন্দি পড়ে আছে। এনেসথেসিয়া না থাকায় আইসিইউ ভেন্টিলেটর মেশিন চালু করা যাচ্ছে না। জনবলের অভাবে আলট্রাক্লিন অপারেটিং থিয়েটার চালু করা যায়নি। কোটি টাকা মূল্যের দুটি এক্সরে মেশিন বাক্সবন্দি পড়ে আছে। লাখ টাকা মূল্যের ডেন্টাল চেয়ার রয়েছে পরিত্যক্ত অবস্থায়। জরুরি রোগীর এম্বুলেন্স সেবা চালু নেই। মোট জনবলের ৩৩২টি পদের মধ্যে ১৬২টি পদ এখনো শূন্য রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টাঙ্গাইল মেডিকেলের টেন্ডার প্রক্রিয়া থেকেই আ.লীগের এমপি-মন্ত্রী, প্রভাবশালী নেতারা এটির নিয়ন্ত্রণ নেয়। প্রকল্প কর্মকর্তা ও পরিচালকের সঙ্গে যোগসাজশে চলে নানা অনিয়ম আর দুর্নীতি। হাসপাতালের ১৫তলা ভবনের কাজ বাগিয়ে নেয় তৎকালীন মন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের মামাত ভাইয়ের নুরানী কন্সট্রাকশন। ১২তলার নকশার অনুমোদন হলেও পরে তা ১৬তলায় রূপান্তরিত হয়। শুরুতে টাঙ্গাইল মেডিকেল প্রকল্পের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুল আমীন মিয়া প্রকল্পের ক্রয়কৃত যন্ত্রপাতি গ্রহণ করেন। তবে ক্রয়নীতি উপেক্ষা করে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে নিম্নমানের যন্ত্রপাতি কেনা হয় বলে অভিযোগ উঠে। ১২টি ডায়ালাইসিস মেশিন কে গ্রহণ করেছিল তার সঠিক তথ্য নেই কর্তৃপক্ষের কাছে।

এসব বিষয়ে ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব টাঙ্গাইলের আহ্বায়ক ডা. আব্দুল মতিন জানান, দায়িত্বপ্রাপ্তরা ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর নিজেদের আখের গুছিয়েছেন। সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করেননি।

অনিয়ম-দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সাবেক পরিচালক ডা. মোহাম্মদ আলী মিয়া বলেন, ১৫তলা ভবনের ডিজাইন অনুমোদন করা হয় সংশ্লিষ্ট প্ল্যানিং শাখা থেকে। যন্ত্রপাতি কেনা হয়েছে নিয়ম মেনে।

আর অন্যদিকে কলেজের অধ্যক্ষ জানান, তিনি ২৭ কোটি টাকার যন্ত্রপাতি কিনেন। আর ৬৯ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করেন মোহাম্মদ আলী মিয়া।

টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল জানান, অবকাঠামো তেমন ত্রুটি নেই। প্রকল্পে অবকাঠামোর প্রাপ্ত বরাদ্দ ছিল তিনশ’ ৬৩ কোটি ২৬ লাখ টাকা। ব্যায় হয়েছে তিনশ’ ৫৬ কোটি ৭২ লাখ টাকা। প্রকল্প থেকে সাশ্রয় হয়েছে ২৫ কোটি ১৮ লাখ টাকা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবাল জানান, আওয়ামী সরকারের সময়ে বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালটি শেখ হাসিনা মেডিকেল কলেজ নামকরণ করে সেবার পরিবর্তে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিল।

টাঙ্গাইল মেডিকেলের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, প্রকল্প পরিচালক ও কলেজের অধ্যক্ষ এ প্রকল্পের সকল যন্ত্রপাতি গ্রহণ করেছিলেন। যন্ত্রপাতিগুলোর মান নিয়ে প্রশ্ন রয়েছে।  

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল

গাজায় ‘ব্যাপক’ স্থল হামলা শুরু করল ইসরায়েল

 শাহজাহান মিয়া ওয়াসার নতুন এমডি

শাহজাহান মিয়া ওয়াসার নতুন এমডি

 মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

 তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

সংশ্লিষ্ট

তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

চাকরি স্থায়ী করণ ও পুনর্বাসনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকরা

চাকরি স্থায়ী করণ ও পুনর্বাসনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকরা

মাদারীপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

মাদারীপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ