ছবি: ভোরের আকাশ
ঐতিহাসিক ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ভোলার চরফ্যাশনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত ১২ শহীদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এ উপলক্ষে প্রথমে জাহানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মালিক মুন্সি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে শহীদ ফজলে রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। এরপর শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই সময়ে উপজেলার নজরুল নগর, হাজারীগঞ্জ, আহমেদপুর, নুরাবাদ, ওসমানগঞ্জ, চর মাদ্রাজ, নীলকমল, ওমরপুর ও রসুলপুর ইউনিয়নে অবস্থিত শহীদদের কবর জিয়ারত করেন সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। তাঁরা শহীদদের কবর জিয়ারত করে তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অন্যন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিতরণ বিভাগ, জৈন্তাপুরের আবাসিক প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপন নির্বিঘ্ন করতে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৩৩ কেভি লাইনে গাছপালা কর্তন এবং ডিএস (ডিসকানেক্ট সুইচ) পয়েন্টে কপার আই ক্লাম স্থাপনসহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জৈন্তাপুর ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।ফলে উপজেলার দরবস্থ, চাঙহিল ও জাফলং ফিডার বন্ধ থাকবে। কাজ শেষে যথারীতি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।ভোরের আকাশ/মো.আ.
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমার (৪৬) আহত হন।অসীম কুমার জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে তিনি পিরোজপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তিন থেকে চারটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। পরে তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় অসীম কুমারও হামলায় আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বিপুল মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষক অসীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার বলেন, বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান জানান, মঙ্গলবার বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর বিকেলে এ হামলার খবর পান।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/মো.আ.
অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ, রয়েল নরওয়েজিয়ান এম্বেসি ঢাকা, সুইডেন অ্যাম্বাসি ঢাকা এবং ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেছেন।পরিদর্শনে অংশ নেন—সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনার; হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নরওয়ের রাষ্ট্রদূত; নিকোলাস উইকস, সুইডেনের রাষ্ট্রদূত; আসিফ কাশেম, প্রোগ্রাম ম্যানেজার, অস্ট্রেলিয়ান হাইকমিশন; স্টেফান লিলার, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, UNDP বাংলাদেশ; সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক, এভিসিবি-৩; রোমানা শোয়াইগার, উপদেষ্টা, UNDP বাংলাদেশসহ বিভিন্ন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও UNDP প্রতিনিধিরা।প্রতিনিধিদল প্রত্যক্ষ করেন কীভাবে গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য সহজ, সাশ্রয়ী ও সম্প্রদায়ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করছে। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং গ্রাম আদালতের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়রা জানান, এ উদ্যোগ তাদের সময় ও খরচ বাঁচিয়েছে এবং ন্যায়বিচারের প্রতি আস্থা বৃদ্ধি করেছে।সফরের আয়োজক ছিলেন নাদিরা রহমান, চেয়ারম্যান, টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদ। তিনি প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।পরিদর্শন শেষে প্রতিনিধিদল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ করেন।এ সফর বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং UNDP-র মধ্যে সহযোগিতার দৃঢ়তা প্রদর্শন করেছে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতের কার্যকারিতা আরও জোরদার করবে।ভোরের আকাশ/মো.আ.
সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক স্কুলছাত্রীসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৪০), একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তারা শহরে উকিলপাড়া এলাকায় বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।ওই ট্রাক চালকের নাম পারভেজ আহমেদ (৩৫) বলে জানা গেছে। তিনি জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।ভোরের আকাশ/মো.আ.