ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ১১:১০ এএম
ছবি: ভোরের আকাশ
নতুন প্রজন্মকে দেশীয় ফলের সাথে পরিচিতির উদ্দেশ্যে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব।
বৃহস্পতিবার সকালে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি এন্ড কলেজের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির মিলনায়তনে ফল উৎসবে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন।
অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান। ফল উৎসবে দেশীয় নানা জাতের ফল নিয়ে স্টলে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে আসা দর্শনাথী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন।
সকলের সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন ও উৎসবমুখর হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল, দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, দৈনিক আমাদের সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক মানবকন্ঠ ও এটিএন নিউজের সাংবাদিক শিহাব খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাওসিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।
ভোরের আকাশ/আজাসা