ঝিনাইদহে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণ নিহত
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (১৬) নামে এক তরুণ নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার যাদবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর হরিণাকুন্ডু উপজেলার পোড়াহাটি গ্রামের জাহিদ হোসেনের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন একই গ্রামের আহাতাব মণ্ডলের ছেলে মারুফ (১৫), লাভলু মণ্ডলের ছেলে রাজীব মণ্ডল (২৪), রিংকু (১৮), তামিন (১৫) এবং শুকুর আলীর ছেলে গিয়াস উদ্দিন। তাদের মধ্যে মারুফ ও রাজীবের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিরুল ইসলাম জানান, দুটি মোটরসাইকেলে মোট সাতজন আরোহী ছিলেন। যাদবপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি বাইক মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে প্রত্যেকেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সাগর হোসেনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ।।হ.র
সংশ্লিষ্ট
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর রুটের উভয়মুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস আপ ট্রেনটি রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে রওনা দেয়। পথিমধ্যে ভোর ৪টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়ে। এরপর ভাঙ্গুড়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিরাপত্তা দেন।এদিকে এর প্রায় তিন ঘণ্টা পার হলেও বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে। এতে ভোগান্তিতে সময় পার করছেন রেলের যাত্রীরা।প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের ভোগান্তি হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনে পূজার ছুটিতে বাড়ির উদ্দেশ্যে যাওয়া অসংখ্য যাত্রী রয়েছে বলে তিনি জানান।ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে তিন ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। পুলিশ যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।ভোরের আকাশ/মো.আ.
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামসুন্নাহারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে বিক্ষোভ করা হয়েছে। তাঁর অপসারণ দাবিতে গণজমায়েত করেছে বিক্ষুব্ধরা।গতকাল রোববার সকালে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ডে অন্যায় প্রতিরোধ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে একাট্টা হন রাজনৈতিক দলের নেতারা।বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া অন্যায় প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ। সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি ওমর ফারুক।বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে না। তাকে অবিলম্বে অপসারণ করতে হবে। এ ব্যাপারে অভিযুক্ত কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা নূর মোহাম্মাদ আবু তাহের, তালোড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিল খন্দকার, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল বাশার, উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি অধ্যাপক শাহজাহান আলী তালুকদার, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, সাবেক কাউন্সিলর ইউনুস আলী মহলদার মানিক, উপজেলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আলম, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলনা সাইফুল ইসলাম প্রমুখ।ভোরের আকাশ//হ.র
বগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তরুণেরা হলেন শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার ওয়াজেদ সরকারের ছেলে আবিদ হাসান (১৮) ও একই উপজেলার মেঘাখর্দ্দ গ্রামের মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। বগুড়া হাইওয়ে পুলিশ সুপার শহীদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, তিনটি মোটরসাইকেলে ছয় তরুণ বেপরোয়া গতিতে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। বাঘোপাড়া খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুই তরুণ মহাসড়কে ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন। নিহত তরুণদের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।ভোরের আকাশ//হ.র
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্গাপূজা উপলক্ষে বেড়াতে এসে মণ্ডপ দেখতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনায় অভয় দাস (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত অভয় দাস কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।স্বজন অপু দাস জানান, দুর্গাপূজা উপলক্ষে অভয় তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ এলাকায় পিসির বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার দিকে অভয় একটি অটোরিকশায় চড়ে স্থানীয় একটি পূজা মণ্ডপ দেখতে ঋষিপাড়া এলাকায় যায়। পথে অটোরিকশাটি আরেকটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অভয়ের মৃত্যু হয়।সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি একটি সড়ক দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ভোরের আকাশ//হ.র