প্রথমদিনেই ৭০ টনেরও বেশি মাছ আহরণ
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১০:৩০ এএম
ছবি : ভোরের আকাশ
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদে দীর্ঘ ৩ মাস ২ দিনের নিষেধাজ্ঞা শেষে ফের শুরু হয়েছে মাছ আহরণ। মৎস্য শিকার কার্যক্রমে পরবর্তী ১২ ঘণ্টায় বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র হয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো মাছ বিক্রি করে প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে।
সোমবার (৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটিস্থ বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কমান্ডার মো. ফয়েজ আল করীম। তিনি জানান, প্রথমদিনেই কাপ্তাই হ্রদ থেকে ৭০ টনেরও বেশি মাছ আহরণ করা হয়েছে, যা ঘাটে পৌঁছে ভোর থেকে বিকেল পর্যন্ত।
জেলেদের বোটে বোটে মাছের উৎসব-
কাপ্তাই হ্রদের বিভিন্ন স্থান- জুরাছড়ি, বাঘাইছড়ি, লংগদু, বরকলসহ আশপাশের এলাকা থেকে ইঞ্জিনচালিত বোটে জেলেরা ভিড় করছে মৎস্য অবতরণ ঘাটে। চাপিলা, কাচকি, আইড়, বাইম, ফলি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসছে ড্রামভর্তি বোটগুলো। দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরেছে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে।ব্যবসায়ীরা ঘাটে শুল্ক পরিশোধ করে মাছগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠাতে ট্রাকে তুলছেন। মাছ আহরণ ও বিক্রিতে গতি ফিরেছে কাপ্তাই হ্রদে।
অতিরিক্ত ২ দিনের নিষেধাজ্ঞা-
প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি থাকে, যাতে মৎস্য সম্পদের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করা যায়। তবে চলতি বছর বিএফডিসির প্রস্তুতি ও অবকাঠামোগত কারণে অতিরিক্ত ২ দিন যুক্ত করে ২ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়।
গত বছর একই দিনে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ৭৪ টন মাছ আহরণ করা হয়েছিল। সেই তুলনায় এ বছরের প্রথমদিনে মাছ আহরণ ও রাজস্ব উভয় ক্ষেত্রেই বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
ভোরের আকাশ/মো.আ.