ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২১ পিএম
ছবি : ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে সাধারণ মানুষের সমস্যা রোধে করণীয় শীর্ষক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামীণ জনপদের সাধারণ খেটে-খাওয়া মানুষসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা জানান প্রধান অতিথির কাছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই বাজারে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গ্রামীণ বৈঠককে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।
কাওরাইদ ইউনিয়ন বিএনপি আহবায়ক আতাব উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাবুদ্দিনের পরিচালনা প্রধান অতিথি বলেন, আজ এই জনপদের মানুষ তাদের যে কথাগুলো বলছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে মাদকের ভয়াবহতা ।মাদকের করালগ্রাসে ধ্বংস হচ্ছে যুব সমাজ।প্রতিটা পরিবারে বিরাজ করছে অশান্তি। মাদককে নিয়ন্ত্রণ না করতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অবহেলিত এই জনপদের জনগোষ্ঠীর চলাচলের রাস্তাঘাটের উন্নয়ন অবশ্যই করা ছিলো গ্রামীণ জনগোষ্ঠীর দাবী। বৈঠকে ডা. বাচ্চু বলেন আমাদের কোন নেতাকর্মীর মধ্যে মাদকের সংশ্লিষ্টতা থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তাছাড়া গ্রামীণ জনগোষ্ঠীর সাথে সম্পর্ক কিভাবে আরও ভালো করা যায় সেজন্য কাজ করছে বিএনপি।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, আবু জাফর, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হাই স্বপন, কাওরাইদ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক জাকির হোসেন, কামরুল হাসান প্রমুখ। এসময় এই জনপদের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
ভোরের আকাশ/মো.আ.