প্রতীকী ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, সোমবার শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বাহির হন। অনেক খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে বাড়ী থেকে ২০০ গজ দুরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলে গিয়েছেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করেছেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সন্তোষে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর ভাসানীর মাজার জিয়ারত করেন।জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মওলানা ভাসানী ছিলেন কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের নেতা। তিনি কখনো পিন্ডির আধিপত্য, কখনো দিল্লির আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এনসিপি তার সেই দর্শন অনুসরণ করেই দেশে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়।মজলুম জননেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ বিভাগীয় ও উপজেলা পর্যায়ের নেতারা।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা শুরু হবে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এটি নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে বলে জানা গেছে।ভোরের আকাশ/এসএইচ
গাজীপুরের টঙ্গীতে একটি গ্যারেজে সিএনজি চালক সাজিদুল ইসলাম মণ্ডল (২৭) নামের একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (২৮ জুলাই) সকালে টঙ্গী পশ্চিম থানাধীন ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল ব্যাংকপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।তাৎক্ষণিক ভাবে তাকে আশঙ্কাজনক অবস্থায় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত সাজিদুল জামালপুর জেলার বকশিগঞ্জ থানার ধুমেলি পাড়া গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে টঙ্গীর বাবুল সিকান্দারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন এবং পেশায় ছিলেন একজন সিএনজি চালক।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতভর অটোরিকশা চালিয়ে ভোরবেলা খরতৈল ব্যাংকপাড়া এলাকার সোহেল নামে এক ব্যক্তির গ্যারেজে গাড়ি জমা দিতে যান সাজিদুল। গাড়ি রাখার এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং তার সহকর্মী সিএনজি চালকদের মধ্যে শোক ও উদ্বেগ দেখা যায়।এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।নিহত সাজিদুলের সহকর্মী ও প্রতিবেশীরা জানান, সে খুবই শান্তশিষ্ট ও পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হওয়ায় তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি নিদারুণ বিপদের মুখে পড়েছে। তাদের দাবি, যেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে, সেই গ্যারেজে নিরাপত্তা ব্যবস্থা ছিল না বললেই চলে। বিদ্যুতের তারগুলো ছিল খোলা এবং পানি পড়ে তারে সংযোগ হয়েছিল বলেও স্থানীয়দের অভিযোগ।এ ঘটনায় এলাকাবাসী গ্যারেজে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং বিদ্যুৎ ব্যবস্থার প্রতি আরো নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।ভোরের আকাশ/এসএইচ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলো, আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, সোমবার শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বাহির হন। অনেক খোজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে বাড়ী থেকে ২০০ গজ দুরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলে গিয়েছেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করেছেন।ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ভোরের আকাশ/জাআ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ঝুঁকিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে নারিকেল তলা মোড়ে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সোমবার (২৮ জুলাই) বিকেলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। জানা গেছে, আটক রংপুরের বাসিন্দা মোস্তাফিজার রহমান ও স্থানীয় খলিলুর রহমান মিলে এক মহিলার কাছ থেকে চাকরির সুবাদে জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করেন। এসময় তারা মহিলার কাছ থেকে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ারও চেষ্টা চালান। ঘটনার সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে। পরে তাদের ভুরুঙ্গামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোরের আকাশ/জাআ