পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৮ পিএম
ছবি: ভোরের আকাশ
বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ে ডুবে গেছে একটি বড় মাছ ধরার ট্রলার। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন বরগুনার পাথরঘাটার ১৮ মাঝিমাল্লা। সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী মঙ্গলবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ‘এফবি আবদুল্লাহ তুফান’ নামের ট্রলারটি সগির কোম্পানির মালিকানাধীন। ট্রলারটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে পাথরঘাটা মৎস্যঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায় ট্রলারটি। রাতে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়া ও অস্বাভাবিক ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়। এসময় নিকটবর্তী আরেকটি ট্রলার সাগরে ভাসতে থাকা মাঝিমাল্লাদের উদ্ধার করে। বর্তমানে তারা মহিপুরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন।
সাগরে প্রায়ই এমন আকস্মিক ঝড়ের কারণে জেলেদের জীবন ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ মৎস্যজীবীদের। তারা বলেন, “সমুদ্রযাত্রার আগে আধুনিক আবহাওয়া পূর্বাভাস সঠিকভাবে না পৌঁছানোয় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।”
স্থানীয়রা জানান, মাছ ধরার মৌসুমে একেকটি ট্রলার ডুবি কেবল মালিকের কোটি টাকার ক্ষতি নয়, প্রভাব পড়ে শত শত পরিবারের জীবিকায়ও।
ভোরের আকাশ/তা.কা