কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০৯:০৫ এএম
কাপাসিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
সারা দেশের ন্যায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার (১২ মে) কাপাসিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সৈয়দ জহুরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও রেইস নার্সিং ইনস্টিটিউট আমরাইদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নার্সিং সুপারভাইজার মাহবুবা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. তাজদিদুল হক, নার্সিং অফিসার নাজমা সুলতানা, কামরুজ্জামান, রুনা আক্তার, কোহিনুর আক্তার ও সুমা সিকদার প্রমুখ। এছাড়া সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও রেইস নার্সিং ইনস্টিটিউট আমরাইদে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/আজাসা