ছবি: ভোরের আকাশ
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা এ, কে,ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে সমাপনী বক্তব্য রাখেন।
উপজেলা শিক্ষা অফিসে একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক এর সঞ্চালনায় এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.মফিজুর রহমান, উপজেলা এলজিইডি অফিসে প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম নান্না, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক বুলু, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর রিয়াজুল ইসলামসহ উপজেলা সব মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধানগণ।
৩দিন ব্যাপী এ অনুষ্ঠানে ফুটবল, হ্যান্ডফল, কাবাডি, দাবা ও সাঁতার কাটার প্রতিযোগিতায় ৩২টি মাধ্যমিক স্কুল ও ৭টি মাদ্রাসা ছাত্র ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। সকাল ১১টায় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগে উপ পরিচালক ডাঃ মো. ফখরুল হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং খেলায় অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময় করেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমার (৪৬) আহত হন।অসীম কুমার জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিদ্যালয় শেষে প্রধান শিক্ষক বিপুলের মোটরসাইকেলে তিনি পিরোজপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিয়াতলা এলাকায় পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তিন থেকে চারটি মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে। পরে তারা বিপুল মিত্রকে এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে তার দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এ সময় অসীম কুমারও হামলায় আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে বিপুল মিত্রকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে। সহকারী শিক্ষক অসীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার বলেন, বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান জানান, মঙ্গলবার বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুপুরে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর বিকেলে এ হামলার খবর পান।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/মো.আ.
অস্ট্রেলিয়ান হাইকমিশন বাংলাদেশ, রয়েল নরওয়েজিয়ান এম্বেসি ঢাকা, সুইডেন অ্যাম্বাসি ঢাকা এবং ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বুধবার (২৪ সেপ্টেম্বর) বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত পরিদর্শন করেছেন।পরিদর্শনে অংশ নেন—সারাহ কুক, ব্রিটিশ হাইকমিশনার; হাকন আরাল্ড গুলব্রান্ডসেন, নরওয়ের রাষ্ট্রদূত; নিকোলাস উইকস, সুইডেনের রাষ্ট্রদূত; আসিফ কাশেম, প্রোগ্রাম ম্যানেজার, অস্ট্রেলিয়ান হাইকমিশন; স্টেফান লিলার, রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, UNDP বাংলাদেশ; সুরাইয়া আখতার জাহান, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক, এভিসিবি-৩; রোমানা শোয়াইগার, উপদেষ্টা, UNDP বাংলাদেশসহ বিভিন্ন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও UNDP প্রতিনিধিরা।প্রতিনিধিদল প্রত্যক্ষ করেন কীভাবে গ্রাম আদালত স্থানীয় জনগণের জন্য সহজ, সাশ্রয়ী ও সম্প্রদায়ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করছে। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং গ্রাম আদালতের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয়রা জানান, এ উদ্যোগ তাদের সময় ও খরচ বাঁচিয়েছে এবং ন্যায়বিচারের প্রতি আস্থা বৃদ্ধি করেছে।সফরের আয়োজক ছিলেন নাদিরা রহমান, চেয়ারম্যান, টুংগিবাড়িয়া ইউনিয়ন পরিষদ। তিনি প্রতিনিধিদলকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।পরিদর্শন শেষে প্রতিনিধিদল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে ফলজ গাছ রোপণ করেন।এ সফর বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী এবং UNDP-র মধ্যে সহযোগিতার দৃঢ়তা প্রদর্শন করেছে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচার নিশ্চিতকরণে গ্রাম আদালতের কার্যকারিতা আরও জোরদার করবে।ভোরের আকাশ/মো.আ.
সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক স্কুলছাত্রীসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, সিএনজি চালক হবিগঞ্জের আজমিরিগঞ্জের জলসুখা গ্রামের সজল ঘোষ (৪০), একই জেলার বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের বাসিন্দা আঁখি রানী চৌধুরী (৩৬) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা চৌধুরী সুনামগঞ্জ শহরের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তারা শহরে উকিলপাড়া এলাকায় বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুত গতিতে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।ওই ট্রাক চালকের নাম পারভেজ আহমেদ (৩৫) বলে জানা গেছে। তিনি জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।ভোরের আকাশ/মো.আ.
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জুড়ে বইছে উৎসবের আমেজ। জেলার ৯টি উপজেলায় মোট ৭৫৮টি পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতিমার সাজসজ্জা ও রঙের কাজ এখন শেষ ধাপে।এ বছর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২ অক্টোবর মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।মৃৎশিল্পীরা জানান, প্রতিমার দোঁ-মাটি কাজ শেষ হয়েছে, এখন চলছে রঙ ও সাজসজ্জা। পূজার শাস্ত্রীয় বর্ণনা অনুযায়ী এ বছর দেবী দুর্গা গজে (হাতি) করে আগমন করছেন, যা শান্তি ও সমৃদ্ধির প্রতীক। তবে গমন হবে দোলায় (পালকি), যা মহামারি বা অশুভ সংকেত হিসেবে ধরা হয়।পূজাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, প্রতিটি পূজামণ্ডপকে নিরাপত্তার চাদরে আনা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে, অন্য মণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা।নিরাপত্তায় থাকছে-৭১টি মোটরসাইকেলভিত্তিক টহল দল,১৫টি ভ্যান টিম,১১টি চেকপোস্ট,ডিবি পুলিশের ৩০ জন সদস্য,ডিএসবি-র ২৫ জন সদস্য,এছাড়া সাদা পোশাকের পুলিশও মাঠে কাজ করবে।শহর পূজা উদযাপন কমিটির সভাপতি রাম দত্ত জানান, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পূজার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্দির কমিটিগুলোকে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হলো,এবার পূজার নিরাপত্তায় স্থানীয় বিএনপি, যুবদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন জানান, তারা পালাক্রমে মন্দিরে নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন।জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী পূজার সময় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ে সব প্রস্তুতি নিয়েছে।” ভোরের আকাশ/হ.র