× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

এন এস কাঞ্চন, চট্টগ্রাম

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ০৪:৩৪ পিএম

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

চট্টগ্রাম ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪টায় নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠি হবে। এছাড়া বলী খেলা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও তিনদিনের বৈশাখী মেলা শুরু হবে আগামীকাল ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে। তবে এবার আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টায় নগরীর লালদীঘি এলাকার চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত  সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের বলীখেলার স্পন্সর হিসেবে থাকছে গ্রামীণফোন। বলীখেলা উদ্বোধন করবেন সিএমপি পুলিশ কমিশনার হাসিব আজিজ। খেলা শেষে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি থাকবেন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এবারের বলীখেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল এবং যানবাহন চলাচলের সুবিধার্থে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছেন পুলিশ প্রশাসন। 

একইসাথে মেলাকে ঘিরে স্টল বিক্রি, দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মরহুম আবদুল জব্বার সওদাগরের পরিবার সবসময় প্রতিবাদ করে আসছে। এবারও দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে থাকবেন বলে আমাদের সাথে বৈঠক জানানো হয়েছে।

তিনি বলেন, আজ থেকে প্রায় ১১৫ বছর আগে চট্টগ্রাম শহরের বদরপাতির বিশিষ্ট ব্যবসায়ী আমার দাদা মরহুম আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে এ অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ লালদীঘি ময়দানে এই  বলি খেলার শুরু করেন। এরপর থেকে চট্টগ্রামবাসীকে নিয়ে প্রতিবছর ২৫ এপ্রিল এই বলীখেলা আয়োজন করে আসছি। এবারে বলীখেলার আসর ১১৬তম। বলীখেলায় অংশ নিতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলিরা আমাদের সাথে যোগাযোগ শুরু করেছেন।

তিনি আরো বলেন, এবারে বলীখেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম জেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বলীখেলার প্রধান বিচারক হাফিজুর রহমানকে আহ্বায়ক এবং মরহুম আবদুল জব্বারের নাতি শওকত আনোয়ারকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক মরহুম আব্দুল জব্বার সওদাগরকে নিয়ে গবেষণা করা, ঐতিহাসিক লালদীঘি চত্বরকে মরহুম আবদুল জব্বার সওদাগরের নামে নামকরণ করা, চট্টগ্রামে বলীখেলার চর্চার জন্য একাডেমি প্রতিষ্ঠা, মরহুম আবদুল জব্বার সওদাগরকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার প্রদান, এই বলীখেলাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যেতে কিংবা ইউনোস্কোর স্বীকৃতি পেতে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের নিয়ে আগামী কিছুদিনের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলীখেলা সফল করতে সিটি মেয়র, পুলিশ কমিশনারসহ চট্টগ্রাম সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সার্বিক সহায়তা করে আসছে।

গ্রামীণফোনের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিয়নের রিজিওনাল হেড মোহাম্মদ মোরশেদ আহমেদ জানান, জব্বারের বলী খেলার মতো একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় আয়োজনে অংশ হতে পেরে গ্রামীণফোন গর্বিত। এর আগেও আমরা এই আয়োজনের পৃষ্ঠপোষক ছিলাম। আমরা স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে এমন আয়োজনের পাশে থাকতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বলীখেলা আয়োজক কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ ও সাবেক কাউন্সিলর ইসমাইল বালী।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

সংশ্লিষ্ট

তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

চাকরি স্থায়ী করণ ও পুনর্বাসনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকরা

চাকরি স্থায়ী করণ ও পুনর্বাসনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে শ্রমিকরা

মাদারীপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

মাদারীপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ