ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ০৪:২৭ পিএম
ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানে পুণ্যার্থীর মৃত্যু
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নানে অংশ নিতে গিয়ে রাম লাল চন্দ্র দে (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই সামিউল ইসলাম। রাম লাল ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের বাসিন্দা এবং রাজ কুমার চন্দ্র দে’র ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে রাম লাল তার পরিবারের সদস্যদের সঙ্গে অষ্টমীর পুণ্যস্নানে অংশ নিতে ব্রহ্মপুত্র নদে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে স্নান শেষে পাড়ে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিলেন এবং ক্রাচ ব্যবহার করতেন।
রাম লালের ছেলে স্বপ্নীল চন্দ্র দে বলেন, বাবা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। স্নান শেষে উঠেই স্ট্রোক করে মারা যান বলে আমাদের ধারণা। মরদেহ বাড়িতে নিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী সৎকার করা হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ দলীয় নেতাকর্মীরা মরদেহ বাড়িতে নেওয়ার ও শবদাহ করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/এসএইচ