ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫ ০৪:১৮ পিএম
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়ে-জামাইয়ের ঝগড়ার সময় শাশুরির মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বেলা ১টা পর্যন্ত ওই নারীর মরদেহ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।
নিহত রওশন আরা বেগম (৬৫) আখাউড়া ট্রাফিক রানিং রুমের সামনে রেলওয়ে কলোনির একটি বাসায় বসবাস করতেন। তিনি রুহুল আমিনের স্ত্রী।
রওশন আরার মেয়ে শিল্পী বেগম বলেন, 'সাইফুল নামে আমার এক বোন জামাই রাগান্বিত হয়ে বাসায় প্রবেশ করেন। সে সময় আমার দিকে তেড়ে আসে। তখন আমার আম্মা এগিয়ে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
তিনি আরও জানান, আম্মা এর আগেও একাধিকবার স্ট্রোক করেছেন। বোন জামাই মাকে ঘুষি দিয়েছেন; এমন অভিযোগ অস্বীকার করেন তিনি।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী মেডিকেল অফিসার সজীব কুমার দেবনাথ বলেন, ‘ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ঠোঁটে একটি দাগ দেখা গেছে। ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।’
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন জানান, নারীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/জাআ