ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দু'জনের মৃত্যু হয়েছে।শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।মৃতরা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের সৌরভ দাস (১৭) ও শ্রীনিবাস মালাকার (৬৫)।বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে সৌরভ ও শ্রীনিবাস অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে যায়।পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।এছাড়া একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস।খবর পেয়ে মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।ভোরের আকাশ/জাআ
০৪ অক্টোবর ২০২৫ ০৩:০৩ পিএম
ভারতে প্রধান উপদেষ্টার অসুর রূপ উপস্থাপন নিন্দনীয়: ধর্ম উপদেষ্টা
ভারতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অসুর রূপে উপস্থাপন অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।বুধবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ায় ‘দেশ গঠনে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘আমাদের সরকারপ্রধানসহ পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তারা দেশে ফিরলে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।’বিকেলে সদর উপজেলার কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. দিদারুল আলম।বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নাসরুল্লাহ। সেমিনার উদ্বোধন করেন মাদ্রাসার সভাপতি মো. আমির হামজা ভূঁইয়া।ভোরের আকাশ/এসএইচ
০২ অক্টোবর ২০২৫ ১১:৫৭ এএম
নবীনগরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে তামিম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে।বুধবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক।বুধবার সকালে ভিমরুল পোকার কামড়ে আহত হয় শিশু তামিম। পরে তাকে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়; অবস্থার অবনতি ঘটলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. সাদ্দাম হোসেন জানান, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো, তাহলে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় শিশুটি মারা গেছে।ভিমরুলসহ বিষাক্ত পোকার কামড়ে কেউ আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দেন চিকিৎসকরা।ভোরের আকাশ/জাআ
০১ অক্টোবর ২০২৫ ০৮:৪০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদনে শরীরে স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার।তিনি জানান, নিহতের কপাল ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।এর আগে মামলার বাদী নিহতের ছোট ভাই সাকিল মিয়া ৪ জনের নাম উল্লেখ করে সোমবার (২৯ সেপ্টেম্বর) নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন- সলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিউদ্দিন, প্রকাশ (রাব্বি), তবি মিয়া ও মাসুদ রানা। এছাড়া অজ্ঞাত আরও ২০–২৫ জনকে আসামি করা হয়।ঘটনার পর এসআই মহিউদ্দিনকে সোমবার সকালে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান।অপরদিকে নবীনগর থানা পুলিশের অভিযোগ, নিহত আব্দুল্লাহকে ৪দিন ধরে ছলিমগঞ্জ ফাঁড়িতে আটকে রাখা হলেও বিষয়টি থানার ওসি ও সার্কেল কর্মকর্তার কাছ থেকে গোপন করেন ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন।স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৭সেপ্টেম্বর) ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে নগদ অর্থ চুরির অভিযোগ ওঠে। এ ঘটনার সূত্র ধরে (২৩ সেপ্টেম্বর) সকালে সলিমগঞ্জ বাজার সিএনজি স্ট্যান্ড থেকে মাস্ক পরিহিত অবস্থায় আব্দুল্লাহকে আটক করা হয়। স্থানীয় কয়েকজন তাকে মারধর করে বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ভয়াবহ নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। কিন্তু পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ফাঁড়িতে নেওয়ার পরও নির্যাতন চলতে থাকে। পরিবারের দাবি, তার হাতের নখ গ্লাস দিয়ে উপড়ে ফেলা হয়, কপালের চামড়া ছুলে দেওয়া হয়।মামলার এজাহারে উল্লেখ করা হয়- আসামীরা সম্মিলিতভাবে আব্দুল্লাহকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেন।আব্দুল্লাহর মৃত্যুর পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে । উত্তেজনা বাড়তে থাকায় প্রশাসন ফাঁড়িটি বন্ধ করে দেয় এবং সেনা মোতায়েন করেন।ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সোমবার দুপুরে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় ১ পুলিশ সদ্যসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পাশাপাশি সব আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।ভোরের আকাশ/জাআ
৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪৭ পিএম
জাপার একাংশের মহাসচিব ও নবীনগরের সাবেক এমপি গ্রেপ্তার
জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং আওয়ামী লীগের সাবেক এমপি ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অন্যদিকে, সন্ত্রাস দমন আইনের মামলায় ফয়জুর রহমান বাদলকেও গ্রেপ্তার করা হয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানো হবে।’প্রসঙ্গত, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে এর আগে ধর্ষণ মামলা ও জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ নভেম্বর এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও পরে জামিনে মুক্ত হন।অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের বিরুদ্ধেও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তবে তাকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ডিবি এখনো বিস্তারিত জানায়নি।ভোরের আকাশ/জাআ
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. আহম্মদুল কবির (৩৩) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে উপজেলার ইসলামাবাদ এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।নিহত আহম্মদুল কবির নরসিংদী পলাশ উপজেলার জয়পুরা গ্রামের মো. মনিরুজ্জামান মিয়ার ছেলে।ভোরের আকাশ/মো.আ.
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪৫ পিএম
আখাউড়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
আখাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন।মোরাদ হোসেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন।রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশের দেয়া তথ্যমতে, তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে গ্রেফতার করে। পরে আখাউড়া থানা পুলিশের একটি দল তাকে রাতেই আনার জন্য ঢাকার পথে রওনা হয়।এ বিষয়ে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মোরাদ হোসেন বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত মোরাদ পটপরিবর্তনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন।ভোরের আকাশ/মো.আ.
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬ এএম
দুর্গাপূজায় আখাউড়া স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, পূজা উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারবে।আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান ভোরের আকাশকে বলেন, 'শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।'শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নয়দিন বন্ধের পর ৮ অক্টোবর থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন হিমায়িত মাছ, ভোজ্যতেল, সিমেন্টসহ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বিভিন্ন পণ্য রপ্তানি হয়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।ভোরের আকাশ/জাআ
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ মার্কেট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি জেলা শহরের কালিবাড়ী মোড়, হাসপাতাল রোড, টি.এ রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক মো. রোকন উদ্দিন, যুব ও আইন বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।’তারা আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একইসঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।"বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।ভোরের আকাশ/মো.আ.
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে খাঁটিহাতা এলাকার বোরহান হুজুরের মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, বিকেলে স্থানীয়রা পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে। নিহতের পরিচয় শনাক্তের জন্য তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের প্রস্তুতি চলছে।ভোরের আকাশ/মো.আ.
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৯ পিএম
আখাউড়ায় অর্ধকোটি টাকার ভারতীয় মোবাইল জব্দ, গ্রেপ্তার ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। এসময় একটি মাইক্রোবাস ও তার চালককে গ্রেফতার করা হয়। এসব মোবাইল ফোন, ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য অর্ধকোটি টাকা বলে জানায় পুলিশ।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আখাউড়া থানা পুলিশ।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগেরদিন বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের উপজেলার ধরখার ভাঙা ব্রীজ এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় আখাউড়া ধরখার ফাঁড়ি থানা পুলিশের একটি টহল দল।এ সময় একটি মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে তাতে ভারতীয় ৩ হাজার ৬০০টি বিভিন্ন ব্যান্ডের ডিসপ্লে, ১৩০পিস দামি মোবাইল ফোন জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৪৮লাখ ৭৮ হাজার টাকা।এসময় চোরাকারবারি কাউকে আটক করতে না পারলেও ওই গাড়ির চালক মোজাম্মেল হক (২৮) কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেফতারকৃত মোজাম্মেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মোল্লাবাড়ির মৃত আতাউল্লাহর ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন তিনি ভোরের আকাশকে জানান, পুলিশের চোরাচালানবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ