নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৫:১০ পিএম
ছবি: ভোরের আকাশ
প্রতিবছরের ন্যায় শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিন নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন ও আশ্রমে সকাল ১১টা থেকে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। অষ্টমী পূজায় এ বছর কুমারীর আসনে বসেছেন সাত বছর বয়সী রাজশ্রী ভট্টাচার্য্য।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী মহারাজ একনাথনন্দ এ তথ্য জানান।
রাজশ্রী শহরের দেওভোগ আখড়া এলাকার পাপ্পু ভট্টাচার্য্য ও স্বর্না ভট্টাচার্য্যের মেয়ে। সে মোদগুল্লো গোত্রের। সাত বছর বয়সী রাজশ্রী নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বর্ণিত রয়েছে, বানাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারীরূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়। রামকৃষ্ণ মিশন ও আশ্রম প্রতিষ্ঠিত হয় ১৯০৯ সালে। সেই থেকেই দুর্গোৎসব সহ কুমারী পূজা পালন হয়ে আসছে।
ভোরের আকাশ/এসএইচ