কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ০১:৩৯ এএম
ছবি সংগ্রহীত
খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতাল—a ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান—এর শুভ উদ্বোধন উপলক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টার এলাকায় অবস্থিত হাসপাতাল ভবনের পঞ্চম তলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) বোর্ড অব অ্যাডভাইজার্সের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান এবং মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০১০ সালের মে মাসে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হক এ হাসপাতাল স্থাপনের জন্য ১২৫ শতক জমি দান করেন। তাঁর এই উদ্যোগ থেকেই বিশেষায়িত হাসপাতালটির যাত্রা শুরু।
তারা আরও জানান, ভবিষ্যতে খায়রুন্নেসা মেডিকেল কলেজ ও রাবেয়া হক নার্সিং কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১০০ শয্যা থেকে ধীরে ধীরে ২৫০ শয্যা এবং ৫ তলা থেকে ১০ তলা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল হিসেবে এটি গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় সাংবাদিক রফিকুল ইসলাম সংবাদকর্মী ও তাঁদের পরিবারের জন্য চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা প্রদানের অনুরোধ জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা বলেন, ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই এই বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।
জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ শারমীন এস. মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন—ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম. এ. সামাদ, মরহুম এটিএম শামসুল হকের সহধর্মিণী মিসেস রাবেয়া হক, কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা প্রশাসক মো. আমীরুল কায়ছার, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, এনএইচএন বোর্ড অব অ্যাডভাইজার্সের চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির এবং ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
ভোরের আকাশ//হর