সাভারে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ৫ ছিনতাইকারী গ্রেফতার
সাভারে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত একটানা অভিযান চালিয়ে সাভারের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সোহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। যৌথ বাহিনী জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত বিভিন্ন স্থানে ছিনতাই চালিয়ে আসছিল। মহাসড়কে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তারা নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত।
যৌথ বাহিনীর তথ্যমতে, গ্রেফতার হওয়া সোহেল একজন হত্যা মামলার আসামি। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, সুইস গিয়ার চাকু ও নগদ টাকাও উদ্ধার করা হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান। তার সঙ্গে মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম ও সাভার ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও অংশ নেন।
অভিযান শেষে আটককৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, কুখ্যাত এই ছিনতাইকারী চক্রের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি ইউনুস শেখকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে র্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে তাকে আটক করা হয়।গত ২৮ জুন রাতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম এবং তার ভাবি মুকুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় শহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ইউনুস হাওলাদারের নেতৃত্বে ৪–৫ জনের একটি দল অতর্কিতভাবে শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর সময় তার স্ত্রী রেহেনা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম ছুটে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও মুকুল বেগম নিহত হন।ঘটনার পরপরই রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ।ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ইউনুস শেখ খুনের ঘটনা ঘটিয়ে সৌদি আরব পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে র্যাবের একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।ভোরের আকাশ/আজাসা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে তিন শিক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।নিখোঁজ শিক্ষার্থীরা হলো- পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।চর আলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, দীর্ঘদিন ধরে এই চর অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে। ভোরের আকাশ/আজাসা
জামালপুরের ইসলামপুরে (২০২৪-২০২৫) অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস ও চেক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস কর্তৃক আয়োজিত এই কার্যক্রমে উপজেলার ছয়টি নার্সারীর ছয় হাজার গাছের চারা ধ্বংস ও চেক বিতরণ করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেজুয়ান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান আখন্দ, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ অন্যরা।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পেরেছি ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং ফসল উৎপাদন ব্যাহত করে থাকে। আমরা ছয়টি নার্সারীর প্রায় ছয় হাজার গাছের চারা ধ্বংস ও ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করেছি।ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সদস্য নবায়ন, যাচাই-বাছাইকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।আহতরা হলেন, স্থানীয় ধানীসাফা ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি মো. সজিব হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্মী মো. ছগির হোসেন (৪৫), সাবেক পৌর ছাত্রদল নেতা ইসতিহাক আহম্মেদ মিশাত, গুলিসাখালী ইউনিয়ন বিএনপি কর্মী নেতা মো. সোহাগ তালুকদার (৪০) ও টিকিকাটা ইউনিয়ন বিএনপি কর্মী মো. ইউসুফ খান ।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৩০ জুন ) রাতে মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সদস্য নবায়ন ও যাচাই-বাছাই চলছিলো। এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্তদের সদস্য ফর্ম পূরণ করানোর অভিযোগ ওঠে বহিস্কৃত রুহুল আমিন দুলাল ও পৌর বিএনপি আহ্বায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তালিকায় অনিয়মের বাধা দিলে বহিস্কৃত বিএনপি নেতা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমীন দুলালের ছোট ভাই মনিরুজ্জামান ছোট্টোর সাথে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে মিশাত মিশুর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবীর বলেন, কিছু সদস্য ফরম নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়। আমি দেখি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধার ভাগ্নে মিশাতকে উপস্থিত জনতা মারছেন। আমি গিয়ে ছাড়িয়ে দেই। আমি নিবৃত না করলে জনতার পায়ের নিচে পরে মারা যেতেন। বিষয়টি দলীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বিএনপির দুইগ্রুপের সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ করেননি।ভোরের আকাশ/আজাসা