ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৬ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) ডা. চৌধুরী যাবেদ সাদেক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় তিনি এ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক ও আবুল খায়ের, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, মাওনা বাজার পূজা মন্ডপের সভাপতি শ্রী শংকর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী রতন চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক শ্রী তাপস চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সুপার ডা. চৌধুরী যাবেদ সাদেক বলেন, "এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। কোন অবস্থায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া যাবে না। প্রতিটি পূজামন্ডপে তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। সুতরাং কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। উৎসবের অংশীদার হতে আমরা আজ এখানে এসেছি।"
ভোরের আকাশ/জাআ