টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৪:৪৭ পিএম
টাঙ্গাইলের বটতলায় গর্ভের বাচ্চাসহ গরু জবাই করায় জরিমানা
টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করায় এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল শুক্রবার (১৬মে) সকালে শহরের জেলা সদরের বটতলা বাজারে প্রশাসনিক ব্যবস্থায় এ জরিমানা করেছেন।
স্থানীয়রা জানান, সদর উপজেলার চিলাবাড়ির পাইকপাড়া গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো সুবেল মিয়া দীর্ঘদিন ধরে জেলা সদর রোডের বটতলায় সোহেল মাংসের দোকানে ব্যবসা পরিচালনা করে আসছে। শুক্রবার বটতলা বাজারে পৌরসভার কসাইখানা পরিদর্শক সিল মারতে গিয়ে একটি গর্ভবতী গরুটি শনাক্ত করেন। এ ঘটনায় সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি ডাক্তারকে খবর দিলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান গর্ভবতী ওই গরুটি দুই মাসের বাচ্চা গর্ভধারণ করা ছিল ।
টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মো. শাহিন আলম জানান, শহরের বটতলা বাজারে সোহেল মাংসের ঘরে একটি গর্ভবতী গরু জবাই করা হয়েছে জানতে পেরে ঘটনাস্থলে যাই। সেখানে ওই গর্ভবতী গরুটি পরীক্ষা করে দেখা যায় গর্ভবতী গরুটির প্রায় দুই মাসের বাচ্চা ছিল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, শুক্রবার সকালে সংবাদ পেয়ে তাৎক্ষণিক বটতলা বাজারে গিয়ে মাংস। বিক্রেতা সুবেলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায় তিনি সব দোষ স্বীকার করেন। এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জব্দকৃত প্রায় ৭০ কেজি মাংস জব্দ করে স্থানীয়দের উপস্থিতিতে মাটিতে পুতে ফেলা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার সেনেটারী ইন্সপেক্টর সাহিদা আক্তার, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল ও এএস আই মিলন প্রমূখ।
ভোরের আকাশ/এসআই