রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০৩:৫৬ পিএম
রাজশাহীর আম বাজারে নামছে ১৫ মে
চলতি মৌসুমে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১৫ মে এর আগে আম বাজারজাত করা নিষিদ্ধ।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১ টার ‘আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময়’ সভায় এমন এ তথ্য জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।
এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।
রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরনের গুটি আম নামাতে পারবেন চাষিরা। গত বছর আম পাড়ার শুরুর সময় ছিল ১৫ মে। তার আগের বার ৪ মে। এ ছাড়া ২০২২ সালে ছিল১৩ মে থেকে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সব গুটি জাতের আম আগামী ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২০ মে থেকে গোপালভোগ, রানিপছন্দ বা লক্ষ্মণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গো, ল্যাংড়া ১০ জুন, আমরূপালি ও ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি আম-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি আম ১৫ জুলাই থেকে পাড়া যাবে। এ ছাড়া সারাবছরই পাওয়া যাবে রাজশাহী বারোমাসি আম হিসেবে পরিচিত কাটিমন ও বারি আম-১১।
ভোরের আকাশ/এসএইচ