শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ০১:০২ পিএম
নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শহর কিংবা বন্দরে বসবাসরত কর্মব্যস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ঘরে ফিরছে। যাত্রাবাড়ী থেকে পদ্মা সেতু পাড় হয়ে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অতিক্রম করে নাড়ির টানে বাড়ি ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার ঘরমুখো মানুষ। শনিবার সকালে মাদারীপুরের শিবচরের ব্যস্ততম পাঁচ্চর গোলচত্বর এক্সপ্রেসওয়েতে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
প্রতিবছরের মতো এবারও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে শহরের কর্মস্থল ছেড়ে গ্রামে ছুটে আসছে নানা পেশার সাধারণ মানুষ। দূরপাল্লার যানবাহনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দ্রুতগতিতে যানবাহন চলাচলের ফলে সড়কে তেমন কোনো যানজট চোখে পড়েনি। ঢাকা থেকে শিবচরের বিভিন্ন এলাকায় যাত্রীরা বিভিন্ন পরিবহনে এসে নামছেন।
গাড়ি থেকে নামা একাধিক যাত্রীর কাছে জানতে চাইলে তারা বলেন, পথে তেমন কোনো যানজট ছিল না, পদ্মা সেতু থাকায় অল্প সময়ের মধ্যে বাড়ি পৌঁছাতে পারছি। এতে ঈদের চেয়েও বেশি আনন্দ লাগছে। গুলিস্তান থেকে আনন্দ পরিবহনে এসেছি।
একজন যাত্রী বলেন, এবার যেহেতু বড় ছুটি পেয়েছি, তাই পরিবারের সঙ্গে আনন্দের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি যাচ্ছি। যাত্রীর সংখ্যা বেশি থাকায় আগের তুলনায় ভাড়াটা দ্বিগুণেরও বেশি নেওয়া হয়েছে। তবুও মনে কোনো কষ্ট নেই, কারণ পদ্মা সেতু থাকায় স্বল্প সময়ে বাড়ি পৌঁছাতে পারছি এতেই আনন্দ।
সাধারণ যাত্রীরা জানান, আগে পদ্মা নদী পাড়ি দিতে যে সময় লাগত, এখন পদ্মা সেতু চালু হওয়ার ফলে ঢাকা থেকে আসতে বা যেতে তার চেয়েও কম সময় লাগছে।
শিবচর থানা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ টহল দিচ্ছে। তবে দূরপাল্লার গাড়িগুলো দ্রুতগতিতে চলার কারণে, যাত্রীদের তেমন কোনো যানজটের ভোগান্তি দেখা যায়নি।
ভোরের আকাশ/এসএইচ