চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ মে ২০২৫ ০৬:৪০ পিএম
চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকদের কর্মবিরতি
এক নেতা ও দুই চালককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করছে প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার পরিবহন বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১৫ মে) ভোর থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, সকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দরে কনটেইনার নিয়ে প্রাইম মুভার চলাচল বন্ধ রয়েছে। আমাদের সংগঠনের সভাপতি এবং দুই চালককে মারধরের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের অভিযোগ, গত মঙ্গলবার (১৩ মে) রাতে প্রাইম মুভারে মৃতদেহ বহন করতে রাজী না হওয়ার ঘটনায় পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের সংগঠনের সভাপতি সেলিম খান এবং দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে মারধর করে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার (১৪ মে) সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দেয় সংগঠনটি।
জানা যায় চট্টগ্রাম বন্দর থেকে প্রায় এক হাজার ২০০ প্রাইম মুভার ডিপোতে কনটেইনার আনা-নেওয়ার কাজ করে। চট্টগ্রামে ২১টি বেসরকারি কনটেইনার ডিপো আছে। কর্মবিরতির কারণে অচলাবস্থা সৃষ্টি হয়েছে সবগুলো ডিপোতেই।
ভেরের আকাশ/এসআই