সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:২৫ পিএম
ছবি- ভোরের আকাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার সময় মাদানী নগরে অবস্থিত কোরেশ বাংলাদেশ লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা মৌচাক এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কলা গাছে আগুন দিয়ে অবরোধ করে। এতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে সকল গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসলে শ্রমিকরা অবরোধ তুলে রাস্তার পাশে গার্মেন্টসের সামনে অবস্থান অবস্থান করে।
শ্রমিকদের অভিযোগ নভেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। পরিশোধের সময় অতিবাহিত হলেও কর্তৃপক্ষের কোনো আশ্বাস না পেয়ে তারা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে আন্দোলনে আসেন। এ সময় শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। পরে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভোরের আকাশ/মো.আ.