মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩ পিএম
ছবি- ভোরের আকাশ
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। তিনি বলেন, দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় উন্নয়ন ও স্বদেশ গঠনে বড় অবদান রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সায়েদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুন, তথ্য আপা সিরাজুম মনিরা এবং প্রবাসী কল্যাণ সেন্টার জেলা সুপারভাইজার মারুফ হাসান প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দক্ষতা বৃদ্ধি ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করা গেলে প্রবাসীরা আরও নিরাপদভাবে বিদেশে কাজ করতে পারবেন। পাশাপাশি প্রবাসীদের অধিকার সুরক্ষা এবং রেমিটেন্স ব্যবস্থাপনায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।
ভোরের আকাশ/মো.আ.