মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫ ১১:৫৩ এএম
মধ্যনগরে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ১
মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিবুর রহমানের নেতৃত্বে এস আই বিকাশ সরকার (নিঃ) এস আই আলমগীর হোসেন, এ এস আই আসরাফুল এ এস আই স্বপন সরকারসহ রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে ও শহীদ আয়াতুল্লাহ বীজ্রের নিচে অবস্থান করেন। চোরাকারবারিরা হাওরের নৌকা বোঝাই করে প্লাস্টিকের বস্তা ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় পাচার করছিল। এ সময় পুলিশের অভিযানে পণ্যগুলো ধরা পরড়। যার বাজারমূল্য আনুমানিক ৮ আট লক্ষ ২৭ হাজার টাকা।
অভিযানের সময় চোরাই কাপড় পাচারকারী ওমর ফারুক (৩২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কাপড়গুলো ভারত সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনার কথা বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।
মধ্যনগর থানার ওসি জনাব মনিবুর রহমান জানান, রাতভর জেগে থেকে চোরাচালানকারীকে হাতেনাতে গ্রেফতার করেছি। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ভোরের আকাশ/আজাসা