রংপুর ব্যুরো
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৪১ পিএম
ছবি: ভোরের আকাশ
রংপুরে দুরারোগ্যব্যাধি লিভার সিসেরাসিসে আক্রান্ত যুবক হাফেজ শামসুল আলম স্বপনের (২৬) চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল ক্লাব।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর শিক্ষাঙ্গণ উচ্চ বিদ্যালয়ে চিকিৎসার জন্য শামসুলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের জেলা প্রেসিডেন্ট আয়েশা সিদ্দিকা, সিনিয়র সহসভাপতি দিলরুবা শাহাদাত, সাবিনা আনোয়ার, মাহিন আফরোজ, কোষাধ্যক্ষ নাহিদ আঞ্জুম, সিমকী বেগম, তানজিমা মমতাজ, রিনা বেগম, বানু বেগমসহ অন্যরা।
জানা যায়, রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের রহিমাপুর মন্ডলপাড়া গ্রামের মহুবার মণ্ডলের ছেলে শামসুল আলম স্বপন কোরআন শরীফের হাফেজ হয়ে শিশুদের কোরআন শিক্ষা দিতেন।
বাবা দিনমজুর হওয়ায় ছোটবেলা থেকে পরিবারকে আর্থিক সহযোগিতা করতে হয় স্বপনকে। নিজ খরচে দুই বোনের বিয়েও দিয়েছেন স্বপন। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। নানা পরীক্ষা করে স্বপনের লিভার সিরোসিস ধরা পড়ে। লিভার ট্রান্সফার করা ছাড়া কোনো উপায় নেই। এমন কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে স্বপনের পরিবারের।
হাফেজ স্বপন বলেন, টানাটানির সংসারে লিভার সিরোসিসের মতো রোগের ব্যয়বহুল চিকিৎসা কীভাবে করব। ডাক্তার বলেছে এ রোগের চিকিৎসার জন্য প্রয়োজন কমপক্ষে ২৭ লক্ষ টাকা। এখন একটা ট্যাবলেট কিনে খাওয়ার টাকা নাই আমাদের কাছে।
স্বপনের মা সুফিয়া বেগম বলেন, চোখের সামনে কলিজার ধন আমার ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। দেশে অনেক বিত্তশালী মানুষ আছেন। আপনাদের কাছে এক মায়ের আর্তনাদ। দয়া করে আমাদের সাহায্য করুন। সারাজীবন আপনাদের জন্য দোয়া করবো।
ইনার হুইল ক্লাব রংপুর জেলার প্রেসিডেন্ট আয়েশা সিদ্দিকা বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। অন্যান্য দাতা সংগঠনের প্রতি আহ্বান থাকবে স্বপনের চিকিৎসায় অংশগ্রহণ করে।
ভোরের আকাশ/মো.আ.