ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৯ পিএম
ছবি: ভোরের আকাশ
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দুটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা ২৫ হাজার টাকা জরিমান করেন বিএসটিআই।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুয জোহরা এবং সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ এর নেতৃত্বে পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে- মেসার্স আর বি এগ্রো ফুড, চকইসব, চিরিরবন্দর, দিনাজপুর প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট, ব্রেড ও কেক পণ্যসমূহের অনুকূলে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়- বিতরণ করার অপরাধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' এর সংশ্লিষ্ট ধারায় ১৫০০০ জরিমানা করেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
স্মৃতি বেকারী, রাণীরবন্দর, চিরিরবন্দর, প্রতিষ্ঠানের অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করার অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯' এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ জরিমানা করেন এবং জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়।
অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, দিনাজপুর। জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/এসএইচ