ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ০২:০৪ পিএম
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের কর্মসূচী শুরু হয়।
দিবসটিতে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো: হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা প্রশাসন, জেলা পরিষদ,পুলিশ প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, জেলা শিল্পকলা একাডেমি, জেলা ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী রিপোর্টাস ইউনিটি,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখা, শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
সকাল সাড়ে আটটায় ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ,সমবেত জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো: হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা,শহীদ মিনারে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শিত হয়।
এছাড়াও জেলার সকল উপজেলায় আলোচনা সভা ও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভোরের আকাশ/এসএইচ