× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনার পাড়ে বিনোদন প্রেমীদের ভিড়

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫ ০৬:১৪ পিএম

যমুনার পাড়ে বিনোদন প্রেমীদের ভিড়

যমুনার পাড়ে বিনোদন প্রেমীদের ভিড়

ঈদ-উল-ফিতরের উৎসবকে ঘিরে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়, যমুনা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণপিপাসুদের ভিড় দেখা গেছে। যমুনার সৌন্দর্য, সূর্যাস্ত ও যমুনা সেতু দেখার জন্য দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন। এছাড়াও টাঙ্গাইলের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে। পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে অন্য সময়ের তুলনায় এবার দর্শনার্থীদের ভিড় কম লক্ষ্য করা গেছে। বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয় স্থানগুলো।

ঈদের চতুর্থ দিন বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার পর্যন্ত পরিবারের সদস্যদের নিয়ে যমুনা সেতু ও যমুনা পাড়ে ঘুরতে এসেছেন হাজারো দর্শনার্থী। লেগুনা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সেতু পূর্ব এলাকায় ঘুরেছেন তারা। এদিকে যমুনা সেতুর পাশেই সদ্য নির্মিত ও উদ্বোধন হওয়া ‘যমুনা রেল সেতু’। অনেকেই রেলসেতুটিও দেখতে ভিড় করেছেন। এছাড়া জেলার মহেড়া জমিদার বাড়ি, টাঙ্গাইল রেলস্টেশন, ডিসি লেক ও এসআরপি পার্কে ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার সরেজমিনে যমুনা সেতুর এলাকায় গিয়ে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা দর্শনার্থীরা নৌকায় চড়ে যমুনার সৌন্দর্য উপভোগ করছেন। যমুনা ও রেলসেতুর নিচ দিয়ে চলন্ত নৌকায় বেড়ানো যেন আনন্দ বাড়িয়ে দিয়েছে ঘুরতে আসা দর্শনার্থীদের। এতে নদীতে ঘুরতে জনপ্রতি নেওয়া হচ্ছে ৫০ টাকা করে।

ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর জন্য যমুনা নদীর পাড় খুবই সুন্দর। বিশেষ করে সূর্যাস্ত দেখতে অন্যরকম লাগে। আবার ইচ্ছা করলেই সেতু কাছ থেকে দেখতে পারছি। সব মিলিয়ে আমাদের অনেক ভালো লাগছে। সেতুর পার এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানাচ্ছি।

নৌকার চালকরা বলেন, যমুনা ব্রিজের নিচ দিয়ে ঘুরে আসতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। জনপ্রতি ৫০ টাকা নেওয়া হয়। স্বাভাবিক সময়ে তেমন লোকজন হয় না। তবে ঈদের ৪ থেকে ৫ দিন দর্শনার্থীদের ঢল নামে। এতে আমাদের আয়-রোজগার ভালোই হয়।

ঘুরতে আসা শিশুরা বলে, বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছি। ঘুরে খুব ভালো লাগছে। নৌকায় উঠে আমাদের বেশি ভালো লেগেছে।

টাঙ্গাইল শহর থেকে আসা সৈয়ক বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছি। যমুনা সেতু ও রেলসেতুর নিচ থেকে ঘুরে আসলাম। সব মিলিয়ে ভালো লেগেছে। পরিবেশ ও আবহাওয়া ভালো থাকায় ঘুরে আনন্দ পেয়েছি।

জাহিদ নামের এক দর্শনার্থী বলেন, যমুনা সেতু ও রেলসেতু একসাথে হওয়ায় অনেক দর্শনার্থীই ঘুরতে আসছেন। বন্ধুদের সঙ্গে আমিও ঘুরতে এসেছি। ঘুরে খুব ভালো লাগছে।

দর্শনার্থী সবুজ বলেন, ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরেছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে যমুনা নদীর পাড়। রাস্তায় যানজটের কারণে বিড়ম্বনায় পড়তে হয়েছিল। কিন্তু সেতুতে আসার পর খুবই ভালো লাগছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টহল পুলিশ ও মোবাইল টিম পর্যটন কেন্দ্রগুলোতে নজরদারি করছেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

দুদকের সাবেক ৩ চেয়ারম্যান ও এক সচিবের বিরুদ্ধে মামলা

সংশ্লিষ্ট

তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

তাড়াইল উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

ঝিনাইদহে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৪০

চাকরি স্থায়ীকরণের দাবিতে বড়পুকুরিয়া কয়লা শ্রমিকদের বিক্ষোভ

চাকরি স্থায়ীকরণের দাবিতে বড়পুকুরিয়া কয়লা শ্রমিকদের বিক্ষোভ

মাদারীপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

মাদারীপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ