নাটোর আওয়ামী লীগ নেতা মঞ্জু হত্যার প্রধান আসামি গ্রেফতার
নাটোরের লালপুরে পৌর আওয়ামী লীগ নেতা ও লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার (১৫ জুন) ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (১৬ জুন) দুপুরে তাকে আদালতে তোলা হয়।
গ্রেফতারকৃত হাসান আলী টুমন লালপুরের শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত বছরের ৩০ মে রাত দশটার দিকে নাটোরের লালপুর উপজেলার আজিম নগর রেলস্টেশনের পাশে একটি চায়ের স্টলে আড্ডার সময় কয়েকজন দুর্বৃত্ত মনজুর রহমান মঞ্জুর মাথায় এবং পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে।
পরে ওই বছরের ২ মে নিহত মুনজুর রহমানের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে হত্যামামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করলেও প্রধান আসামি টুমন পালিয়ে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
চাঁপাইনবাবগঞ্জের আম বাগান ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদনের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুরে অবস্থিত দেশের অন্যতম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজ পরিদর্শন করেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান ঘুরে দেখেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। পরিদর্শন শেষে আরিফ সুয়োকো সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে ইন্দোনেশিয়া দূতাবাস। এ অঞ্চলের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম বা আমজাত পণ্য ও অন্যান্য কৃষিভিত্তিক পণ্য রপ্তানি করতে চাইলে দূতাবাস থেকে সহযোগিতা করা হবে। চাঁপাই এগ্রো ইন্ড্রাস্ট্রির বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রমন নিয়েও কথা বলেন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। চাঁপাইনবাবগঞ্জ সফরে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মোঃ সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।ভোরের আকাশ/আজাসা
ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে ৬ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুূলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার দুটিগ্রামের রাস্তার অংশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্টি চন্দ্র রায়।এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান, রুপান্তর আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আল মামুন, ঝিনাইদহের মানবপাচার প্রতিরোধে সক্রিয় কর্মী মেহেদী হাসান সহ অন্যান্যরা।এ বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বদেন জেলা সিটিআইপি সদস্য ইমন হাসান। এ সময় রাইজিং ইয়ূথ সোসাইটির সদস্য ও স্থানীয়রা থেকে ফলজ, বনজ ও ঔষধি সহ ২০০টি গাছ লাগান।বিভিন্ন সময়ে ঝিনাইদহের ভিন্ন ভিন্ন স্থানে এ ৬ হাজার বৃক্ষরোপণ করতে চায় রাইজিং ইয়ূথ সোসাইটি।ভোরের আকাশ/আজাসা
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম চরবলেশ্বর গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি ইউনুস শেখকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে র্যাবের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাতে তাকে আটক করা হয়।গত ২৮ জুন রাতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম এবং তার ভাবি মুকুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। হামলায় শহিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ইউনুস হাওলাদারের নেতৃত্বে ৪–৫ জনের একটি দল অতর্কিতভাবে শহিদুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এলোপাতাড়ি কোপানোর সময় তার স্ত্রী রেহেনা বেগম ও বড় ভাইয়ের স্ত্রী মুকুল বেগম ছুটে এলে তাদেরও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই শহিদুল ইসলাম ও মুকুল বেগম নিহত হন।ঘটনার পরপরই রফিকুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশ।ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ইউনুস শেখ খুনের ঘটনা ঘটিয়ে সৌদি আরব পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে র্যাবের একটি চৌকস দল আধুনিক প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।ভোরের আকাশ/আজাসা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে তিন শিক্ষার্থী। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তের বাজার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।নিখোঁজ শিক্ষার্থীরা হলো- পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)। তারা সবাই বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদরাসায় যাচ্ছিল। দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হয়।নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।চর আলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, দীর্ঘদিন ধরে এই চর অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য দাবি জানিয়ে আসছে। কিন্তু সেই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। প্রতিবছরই নৌকাডুবির ঘটনা ঘটছে। ভোরের আকাশ/আজাসা