ছবি: ভোরের আকাশ
বরগুনার সদর উপজেলাতে উপজেলা পর্যায়ে লজিক প্রকল্পের আওতাভুক্ত যুবদের অংশগ্রহণে প্রকল্পের কার্যক্রমের সাথে সরাসরি সংযোগ স্থাপন ও অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০ ঘটিকায় প্রকল্পের আয়োজনে বরগুনা সদর উপজেলার সম্মেলন কক্ষে দিন ব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন আরাফাত রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা খান মো. মনিরুজ্জামান।
সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান, প্রকল্প ইন্জিনিয়ার জনাব মো. কায়সার আহমেদ, উপজেলা ফ্যাসিলিটেটর মো. মনোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার প্রকল্পভুক্ত ৪টি ইউনিয়নের (বদরখালী, বুড়িরচর, ঢলুয়া এবং নলটোনা) বিভিন্ন ওয়ার্ডের সিআরএফ সহযোগীদের ১৬-২৯ বছর বয়সী ছেলে-মেয়েদের মধ্য থেকে প্রতি ইউনিয়নে ১০ জন করে মোট ৪০ জন যুবসদস্য এবং প্রকল্পে কর্মরত বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটরগণ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, 'লজিক প্রকল্পের কার্যক্রমের সাথে যুবদের সস্পৃক্ত করার উদ্যেগ একটি সময়োপযোগী, অত্যান্ত কার্যকরী, ফলপ্রসু এবং প্রশংসনীয় উদ্যোগ।'
যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, 'যে কোনো ট্রেডে প্রশিক্ষনের জন্য লজিক প্রকল্পের সাথে জড়িত যুবদের সকল ধরনের সহায়তা করা হবে।'
সভায় জেলা সমন্বয়কারী জনাব মো. জিল্লুর রহমান প্রকল্পের অংশীজন হিসেবে যুবদের করণীয় বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, 'আমাদের দেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে, যুব জনগোষ্ঠীকে সম্পদে রূপান্তর করতে হবে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে পিছিয়ে পড়া উপকূলীয় অঞ্চলের যুবশক্তিকে কর্ম-উপযোগী করে গড়ে তুলতে হবে।'
উল্লেখ্য, বরগুনা সদর উপজেলার ৪টি ইউনিয়নে বদরখালী, বুড়িরচর, ঢলুয়া এবং নলটোনা ইউনিয়নে ২০১৭ সাল থেকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন "লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প" চলমান রয়েছে।
সভা সঞ্চালনা করেন বুড়িরচর ইউনিয়নের কমিউনিটি মোবিলাইজেশন ফ্যাসিলিটেটর মো. সাইফুল ইসলাম সুজন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখেরপাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহার ভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার পর গোয়াইনঘাট থানার এসআই তানজিল আকন্দ উপজেলার লাখেরপাড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে (৪৩) আটক করেন।আটক ব্যক্তি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে। আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার নবাগত ওসি মো. মনিরুজ্জামান জানান, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত মান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং ৩ (১২) ২৫–এর ভিত্তিতে এই গ্রেফতার অভিযান পরিচালিত হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫ (১) ধারা অনুযায়ী গত ৪ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।মামলায় গ্রেফতারকৃত মান্নানসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ইজারা বহির্ভূত এলাকা থেকে যন্ত্রদানব ব্যবহার করে বালু উত্তোলনের ফলে মসজিদ, বসতবাড়ি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, ইজারা বহির্ভূত এলাকায় বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি জনসম্পদও ঝুঁকির মুখে পড়ে। আমরা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালাচ্ছি। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। অবৈধ ভাবে উত্তোলন প্রতিরোধে যৌথ অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধায় প্রতারণা মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি শেখ মাসুদুর রহমান ওরফে রুবেলকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব।সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, রবিবার সন্ধ্যায় ঢাকার কামরাঙ্গীরচর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১৩ সিপিসি-৩, গাইবান্ধা ও র্যাব-১০ সিপিএসসি, লালবাগ যৌথ আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন বড়গ্রাম চেয়ারম্যানবাড়ী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রতারণা মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি রুবেলকে গ্রেফতার করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া হত্যা, ধর্ষণ, রাহাজানি, মাদক চোরাকারবারিসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাব দৃঢ় প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/এসএইচ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগরে যুবদল ও ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছাত্রদলের কর্মশালা অনুষ্ঠিত হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে যুবদলের কর্মশালা শুরু হয়৷এই কর্মশালা চলে বেলা দেড়টা পর্যন্ত। মনোহরপুর স্কুল মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ দেন বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।এ সময় তিনি ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, টিম অনুযায়ী কাজ করতে হবে। বিশৃঙ্খলা করা যাবে না। কোনো প্রশ্নের উত্তর না জানলে নিজের মতো করে উত্তর দেওয়া যাবে না।এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মো. মোকছেদুর রহমান রিমন, যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি রিংকু, সাধারণ সম্পাদক ফরহাদ।যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন, পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব মো. মনির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, মো. মিনাজুল ইসলাম, মো. সাইদুর রহমান রানা, সরোয়ার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আনার হোসেন, মো. জহিরুল ইসলাম মিঠু, মো. আজমত আলী, মো. আব্দুল আলীম, মো. মতিয়ার রহমান।ভোরের আকাশ/জাআ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ৭নং ওয়ার্ড সন্তোষে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও দোয়ায় আমাদের নেত্রী আল্লাহর রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করি বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আবারও দেশের কল্যাণে নেতৃত্বের হাল ধরতে পারেন।তিনি বলেন, অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি, যেন তাদের শীতের কষ্ট কিছুটা লাঘব হয়। দেশের মানুষের কল্যাণের জন্য বিএনপি সবসময় মানবিক কর্মকাণ্ডে পাশে থাকবে।এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ