ডেভিল হান্ট অভিযানে: প্যানেল চেয়ারম্যান গ্রেফতার
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এর আওতায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম (৫০) কে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত জমিদার আলীর পুত্র এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের পুটিজুরি ইউনিয়ন শাখার ০৭ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আবুল কালামের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি দায়ের করা হয় চলতি বছরের ৯ জানুয়ারি, যার নম্বর ১৩।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
নাটোরের নলডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবির বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ মে) বিকেলে নলডাঙ্গা বিএনপির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নলডাঙ্গা পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলডাঙ্গা সিএনজি মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশীদ খান, নলডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক রুপচান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফ উদ্দিন প্রমূখ। ভোরের আকাশ/এসআই
‘জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই রুখতে পারে জ্বলবায়ু পরিবর্তন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিক্ষাবিদ উত্তরণ মডেল কলেজের সভাপতি সিরাজুল ইসলাম।সোমবার (১৯ মে) সকাল ১১ টায় কক্সবাজারের শহরতলীর উত্তরণ মডেল কলেজ মিলনায়তনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতার প্রারম্ভে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) কক্সবাজার জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে।প্রধান অতিথি সিরাজুল ইসলাম বলেন, জীবাশ্ম জালানি থেকে বেরিয়ে আসতে না পারলে এই পৃথিবী একটি দূষিত নগরীতে পরিনত হবে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে নবায়নযোগ্য জালানির কোন বিকল্প নেই। তাই আজকের নতুন প্রজন্ম কে জীবাশ্ম জালানির বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতে এখন থেকে তৈরি হতে হবে।উত্তরণ কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পক্ষ ও বিপক্ষ দলে বিভক্ত হয়ে এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বিষয়ের বিপক্ষ দল। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা আবদুল আজিজ। পক্ষ দলে বিতর্কে অংশ গ্রহন করেন, কামরুল হাসান (একাদশ) মোঃ ওমাইরুল ইসলাম (একাদশ) ও তামান্না আকতার (একাদশ) বিপক্ষ দলে অংশ নেন, আবদুল আজিজ (দ্বাদশ), তানজিমুল হোছাইন তানিম (দ্বাদশ) ও উম্মে হাবিবা (দ্বাদশ)।অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফজলুল কাদের চৌধুরী, এইচ এম ফরিদুল আলম শাহীন, প্রভাষক, আবদুল জব্বার, মোঃ হাসান। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শামশুল আলম শ্রাবণ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত দলের অংশগ্রহণকারীদের হাতে পরিবেশ বিষয়ক বই উপহার দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন, (ধরা) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন, দৈনিক ইনকিলাব এর কক্সবাজার অফিস প্রধান শামসুল হক শারেক, মোঃ হাসান, প্রভাষক যথাক্রমে আবদুল জব্বার, রিয়াজ উদ্দীন, রফিকুল ইসলাম, রেবেকা সুলতানা ডেজি, জুনায়েদ এয়াকুব, কায়ছার হামিদ, মকসুদা সাবরিন ইতু, মামুনুর রশিদ, জয়নব আরা, আলী নূর শাওন, শাহনুর আকতার, হারুনর রশীদ, এম আলাউদ্দিন রবিন ও তাহমিনা জান্নাত ছামিয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, গণমাধ্যমকর্মী, পরিবেশকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ। ভোরের আকাশ/এসআই
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামে একটি চলাচলের রাস্তা মামলা মকদ্দমা, হামলা সহ অসংখ্য শালিসেও মিমাংসা হচ্ছিলনা। অবশেষে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি ব্যতিক্রমী উদ্যোগে সেই ভোগান্তি স্থায়ীভাবে লাঘব হয়।রোববার (১৮ মে) বিকেলে সেই বিরোধপূর্ণ রাস্তাটি সরকারী খরচে পাকা করার পর উদ্বোধন করেন সদর ইউএনও মোঃ ইকবাল হাসান।এর আগে গত বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি), এয়ারপোর্ট থানা পুলিশ, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় এই বিরোধ নিরসন হয়। এতে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।এলাকাবাসী সেই আনন্দে ইউএনও ইকবাল হাসানকে ফুলেল শুভেচ্ছা, স্মারক প্রদানসহ নানা ভাবে কৃতজ্ঞতা জানায়।জানা গেছে, গণপাড়া এলাকায় প্রায় দুই যুগ আগে থেকে বসবাস করছেন ইতালী প্রবাসী মহিদুল ইসলাম মামুনের পরিবার। কিন্তু তাদের বাড়ির চলাচলের রাস্তা নিয়ে আপত্তি ছিল প্রতিবেশী কয়েক পরিবারের। এ নিয়ে একাধিক মামলা চলমান আছে। অবশেষে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে রাস্তাটি সরকারী বরাদ্দে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন প্রকল্পে পাকা করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রকল্পের নাম হয় ‘গণপাড়া মাইদুল ইসলাম মামুনের বাড়ির সামনের রাস্তা পাকা করণ প্রকল্প’। কিন্তু এটি বাস্তবায়নে গিয়েও তারা বাঁধার মুখে পড়েন। গত বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে দীর্ঘ সময় কথা বলার পরে তাদের রাজী করাতে সক্ষম হন। উভয় পক্ষ মামলা প্রত্যাহারসহ বিরোধ মিমাংসা করে মিলে মিশে রাস্তা ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ছাত্র প্রতিনিধি লাবন্য, শিফা, গাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা বলেন, এসিল্যান্ড আজহারুল ইসলামে সুদক্ষ তৎপরতায় এটি সমাধান করা সম্ভব হয়েছে। কেননা এর আগে অনেকে চেষ্টা করেও সমাধান করতে পারেনি। উভয় পক্ষের এই সমঝোতা এলাকার জন্য একটি শান্তির বার্তা।বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজহারুল ইসলাম বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে পিআইও, থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দীর্ঘ আলোচনায় সমাধান হয়েছে। সংস্লিষ্ট সকলেই ধন্যবাদ প্রাপ্য। ভোরের আকাশ/এসআই
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।এ ব্যাপারে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার কাওয়ালীন নাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুপুর আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে নুসরাত ফারিয়াকে কারাগারে আনা হয়।’জানা গেছে, সোমবার সকালে শুনানি শেষে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারাজানা হক। তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করা হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়।উল্লেখ্য, গতকাল রোববার থাইল্যান্ডে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ডিএমপির ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলার তাকে গ্রেপ্তার দেখানো হয়।ভোরের আকাশ/জাআ