চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৭ পিএম
ছবি: ভোরের আকাশ
মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটরদের পদবী পরিবর্তন, বেতন বৈষম্য নিরসনসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মাধ্যমিক বিদ্যালয় কম্পিউটার ল্যাব অপারেটর ফোরাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় জেলা কমিটির সভাপতি মিলন সাহা, সাধারণ সম্পাদক মো. মেহেরুজ্জামান টুটুল, সহ-সাধারণ সম্পাদক উমেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, সহ-কোষাধ্যক্ষ মো. রাকিবুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, একই যোগ্যতায় কেউ কর্মকর্তা আবার কেউ কর্মচারী হিসেবে চিহ্নিত হওয়া চরম বৈষম্যমূলক। যেমন ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা বর্তমানে ল্যাব অপারেটর হিসেবে ১৬তম গ্রেডে কর্মরত থাকলেও একই ডিগ্রিধারী আইসিটি শিক্ষক বা ট্রেড ইন্সট্রাক্টররা ১০ম গ্রেড পাচ্ছেন।
তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ম গ্রেডে উন্নীতকরণ, এইচএসসি পাশদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ দিয়ে একই গ্রেডে পদায়ন, পদের নাম পরিবর্তন করে ‘কম্পিউটার ল্যাব ইন্সট্রাক্টর’ করা, ল্যাব পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং ভবিষ্যতে এ পদ শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নির্ধারণ।
কমিটি জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার মানোন্নয়নে কম্পিউটার ল্যাবগুলো সচল রাখতে হলে পদবী পরিবর্তন ও বৈষম্য নিরসনের বিকল্প নেই। উল্লেখ্য, একই দিনে সারাদেশের সব জেলায় এ কর্মসূচি পালন করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ