ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫ ১১:৪২ এএম
আ.লীগ গণতন্ত্র নস্যাতের ষড়যন্ত্র এখনও করছে: ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান
আওয়ামী লীগ এখনও ফ্যাসিবাদী কায়দায় গণতন্ত্র নস্যাত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাঁরা বলেন, জাতীয় নির্বাচন দ্রুত আয়োজনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এজন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অপরিহার্য। ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এসব কথা বলেন বক্তারা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্টা ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামান বলেন, ‘গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। তারা শত শত বিএনপি নেতাকর্মীকে গুম ও খুন করেছে। ‘আয়নাঘর’ তৈরি করে সেখানে দিনের পর দিন নির্যাতন চালানো হয়েছে। ২০০৫ সালের ৫ জুলাই ও ২০০৬ সালের আগস্টে যারা গণতন্ত্র রক্ষায় জীবন দিয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ১৬ বছর আওয়ামীলীগ সরকার রাজনীতি করতে না দিয়ে তার জীবনকে ধ্বংস করে দিয়েছে। চিকিৎসা করতেও বাঁধা দেওয়া হয়েছিল। আল্লাহ রহমতে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সকলের দোয়ায় সুস্থ্য রয়েছেন। আমি তার সুস্বাস্থ্য কামনা করছি। দেশে অর্থনৈতিক অবস্থা ধ্বংস করে হাসিনা সরকার ব্যাংক গুলিকে দেউলিয়া করেছে। ফ্যাসিস্ট কোন সরকারকে আর ক্ষমতায় এদেশের জনগণ দেখতে চায় না। তাই আগামীতে ব্যালটের মাধ্যমে সাধারণ ভোটার যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সকলকে সহযোগিতা করতে হবে।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানকে দেশ ছাড়া করেছে। আমরা বিভেদ চাই না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে জাতীয়তাবাদীর পতাকা তলে এক হতে হবে। তা না হলে ফ্যাসিস্ট সরকার আবারও গণতন্ত্রকে ধ্বংস করার পায়তারা করবে।’
সভায় সভাপতিত্ব করেন এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান ও ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওলানা মো. নবিউল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ফুলবাড়ী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনটির উপদেষ্টা সদস্য অধ্যক্ষ খুরশীদ আলম মতি।
সভায় আরও বক্তব্য দেন ফুলবাড়ী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার, সাবেক চেয়ারম্যান মো. মোজাফফর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবু ফরহাদ বাচ্চু প্রমুখ। আয়োজনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ