× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিতে ভর্তুকি চালিয়ে যেতে আইএমএফ থেকে বেরিয়ে আসবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৫ ০৪:৪৫ পিএম

কৃষিতে ভর্তুকি চালিয়ে যেতে আইএমএফ থেকে বেরিয়ে আসবে সরকার

কৃষিতে ভর্তুকি চালিয়ে যেতে আইএমএফ থেকে বেরিয়ে আসবে সরকার

“কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে প্রয়োজনে আইএমএফ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষফোড়া জেনেও পায়রা বন্দর প্রকল্প কাটা সম্ভব নয়, কারণ এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে গেছে।”

শনিবার (৩ মে) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে ‘কৃষিতে বাজেট ২০২৫-২৬ টেকসই প্রবৃদ্ধির রূপরেখা’ শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

তিনি মনে করেন, কৃষি বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথাগুলো ৬ মাস আগে আলোচনা করা উচিত ছিল।

সেমিনারটি আয়োজন করে কৃষি অর্থনীতি সমিতি। আহসানুজ্জামান লিন্টুর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও বক্তব্য রাখেন সাবেক প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, দেশে ৪ দশমিক ৮৭ শতাংশ হারে বাজেট বাড়লেও কৃষিবাজেট বাড়ছে ৩ শতাংশ হারে। মোট বাজেটে কৃষির হিস্যা আরও বাড়াতে হবে। মোট বাজেটের মধ্যে ১০ শতাংশ হারে কৃষি ও ৫ শতাংশ হারে এ খাতে ভর্তুকি দিতে হবে। দেশে প্রতিবছর ১ দশমিক ২ শতাংশ প্রাকৃতিক জলাশয় দখল ও দূষণে হারাচ্ছে। অথচ ভিয়েতনাম ও চীনে সরকারি ব্যবস্থাপনায় এসব সংরক্ষণ করা হচ্ছে। তাই দেশের জলাশয়কে রিজার্ভ হিসেবে চিহ্নিত করে সংরক্ষণ করতে হবে।

বক্তারা ব্লু ইকোনমি সম্পর্কে বলেন, বঙ্গোপসাগরে বছরে ৮ মিলিয়ন মেট্রিক টন মাছ পাওয়া যায়। এটি দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সামুদ্রিক মাছ মাত্র শূন্য দশমিক ৭ মিলিয়ন টন আহরণ করা হয়।

ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, কৃষিতে গবেষণা বাড়ছে। এখাতে অভূত উন্নতি হয়েছে। দেশের অর্থনৈতিক গতিশীলতার মূল চালিকাশক্তি গার্মেন্টস, রেমিট্যান্স ও কৃষি অর্থনীতি।

ড. জাহাঙ্গীর আলম বলেন, কৃষিবাজেট যারা প্রণয়ন করেন তারা কৃষির সার্বিক মূল্যায়ন করে বাজেট বাড়ান না। খাদ্য মূল্যস্ফীতি নিয়ে আমরা চিন্তিত। এর মূলে রয়েছে কৃষির উৎপাদন কমে যাওয়া। মূল্যস্ফীতি কমাতে উৎপাদন বাড়াতে হবে।

তিনি বলেন, কৃষিখাতে পণ্যের মূল্য সহায়তা করা হচ্ছে না। সবজির দাম না পেয়ে কৃষক গরুকে খাওয়াচ্ছে। এ খাতে প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে বিনিয়োগ আরও বাড়াতে হবে।  

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-
 নতুন আইপিও আসছে না শেয়ারবাজারে

নতুন আইপিও আসছে না শেয়ারবাজারে

সংশ্লিষ্ট

নতুন আইপিও আসছে না শেয়ারবাজারে

নতুন আইপিও আসছে না শেয়ারবাজারে

সংকটের সময়ে সুদক্ষ নেতৃত্বের আহ্বান

সংকটের সময়ে সুদক্ষ নেতৃত্বের আহ্বান

উৎকণ্ঠা কাটিয়ে স্থিতিশীল ডলারের বিনিময় হার

উৎকণ্ঠা কাটিয়ে স্থিতিশীল ডলারের বিনিময় হার

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩,৪৫২ টাকা, কার্যকর শুক্রবার থেকে

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩,৪৫২ টাকা, কার্যকর শুক্রবার থেকে