শিক্ষা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ০৬:০৩ এএম
ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত
রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে সাংবাদিক সমিতির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহারের স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়েছে, সাংবাদিক সমিতি বর্তমানে একটি পুনর্গঠন ও গঠনতন্ত্র অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির সব কার্যক্রম, সংবাদ প্রকাশ, অডিও-ভিডিও পাঠানো ইত্যাদি স্থগিত থাকবে।
এছাড়া কলেজের নাম ব্যবহার করে সাংবাদিক সমিতির ব্যানারে যে কোনো ধরনের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। সিদ্ধান্তটি কলেজের সব বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দিতে বলা হয়েছে।
অধ্যক্ষের সাফ বক্তব্য, “ইডেন কলেজ সাংবাদিক সমিতিকে ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। আমি চাই, প্রতিটি বিভাগের প্রতিনিধিত্বে একটি পূর্ণাঙ্গ ও নিয়মতান্ত্রিক কমিটি গঠিত হোক।”
সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিতের বিষয়ে সংগঠনটির আহ্বায়ক স্মৃতি আক্তার বলেন, “উপসচিব সংক্রান্ত একটি ঘটনা নিয়ে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, যা পুরোপুরি অযৌক্তিক। সমিতির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত দুঃখজনক।”
অপরদিকে অধ্যক্ষ সামছুন নাহার জানান, “সাংবাদিক সমিতির আহ্বায়করা আমার কাছ থেকে কথা নিয়েছিল—ভিকটিমদের সামনে উপসচিব ক্ষমা চাইলে বিষয়টি সমাধান হবে। কিন্তু সেই ঘটনা রেকর্ড করে মিডিয়ায় প্রচার করায় আমাকে বিব্রত হতে হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই সংবাদ দেখিয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন। এতে আমার মর্যাদাহানি হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমান আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ নয়। আমি চাই, প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিটি গঠিত হোক। ততক্ষণ পর্যন্ত এই আহ্বায়ক কমিটি কোনো কাজ করতে পারবে না।”
প্রসঙ্গত, ইডেন কলেজ সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের গণমাধ্যম চর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে সেটির ভবিষ্যৎ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভোরের আকাশ//হ.র