১০ মার্চের মধ্যে বই পাবে সব শিক্ষার্থী: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

১০ মার্চের মধ্যে বই পাবে সব শিক্ষার্থী: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ সপ্তাহ আগে

আপডেট : ১ ঘন্টা আগে

১০ মার্চের মধ্যে বই পাবে সব শিক্ষার্থী: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

১০ মার্চের মধ্যে বই পাবে সব শিক্ষার্থী: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

ভোরের আকাশ প্রতিবেদক:  ছাপাতে দেরির পাশাপাশি বিতরণ সমস্যার কারণে নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে জানিয়ে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও, এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে, আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে।’ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ আশ্বাস দেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রতিবছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপার ক্ষেত্রে প্রকৃত চাহিদার চেয়েও অনেক বাড়তি দেখানো হয়। বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপাতে সমস্ত লেনদেন দেখানো হয়।’
উপদেষ্টা আরও বলেন, ‘বিভিন্ন দাবিতে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই অস্থিরতা ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়েছে, সেটি বলা যাবে না। তবে কিছুটা অবস্থানে এসেছে।’
এদিকে নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বলেছেন, ‘বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করে যাব। সবার সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধানে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করতে হবে।’
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দপ্তরে যান তিনি। গতকাল বুধবার বেলা ১২টার দিকে সচিবালয়ে আসেন তিনি। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে মতবিনিময়ও করেন নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ভোরের আকাশ/মি
 

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

বুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল

বুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল

দাখিল পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

দাখিল পরীক্ষার সূচিতে ফের পরিবর্তন, নতুন রুটিন প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন

জবির ৩ ইউনিটের ফল প্রকাশ

জবির ৩ ইউনিটের ফল প্রকাশ

মন্তব্য করুন