বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ০৪:১৮ পিএম
তামিমের সুস্থতা কামনা করে যা বললেন শাকিব খান
জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে তার সুস্থতা কামনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সুপারস্টার শাকিব খান। সোমবার (২৪ মার্চ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিমের সুস্থতা কামনা করেন।
ফেসবুক স্ট্যাটাসে শাকিব খান লেখেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।
শাকিবের অনুসারীরাও মন্তব্যের ঘরে তামিমের সুস্থতা কামনা করেছেন। কেউ লিখেছেন, প্রিয় তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। অন্য একজনের কথায়, দোয়া করি সুস্থ হয়ে যাক।
এদিকে এনজিওগ্রাম করিয়ে হার্টে রিং পরানো হয়েছে তামিম ইকবালকে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন আজকের খেলায় ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বরত দেবব্রত পাল।
প্রসঙ্গত, আজ সোমবার সকালে মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভার বিকেএসপি মাঠে অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর হার্টে রিং পরানো হয়েছে। এমনকি বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানা গেছে।
ভোরের আকাশ/এসএইচ