× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাঁটুর অস্ত্রোপচারের পর বাসায় ফিরলেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১২:২৪ এএম

হাঁটুর অস্ত্রোপচারের পর বাসায় ফিরলেন মিশা সওদাগর

হাঁটুর অস্ত্রোপচারের পর বাসায় ফিরলেন মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর হাঁটুর লিগামেন্ট সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ডালাসের একটি হাসপাতালে তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিশা লেখেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। 
বৃহস্পতিবার আমার লিগামেন্ট অপারেশন ডালাসে সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি। কৃতজ্ঞতা জানাই দেশ-বিদেশের সকল শুভাকাঙ্ক্ষী, চলচ্চিত্র পরিবার, শিল্পী সমিতি এবং গণমাধ্যমকর্মীদের।”

এদিকে, অস্ত্রোপচারের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় যে, মিশা সওদাগরকে একদল উত্তেজিত জনতা মারধর করেছে।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রাস্তায় মার খাচ্ছেন এবং দাবি করা হয় সেটি মিশা সওদাগর। এরপরই মিশার হাসপাতালের একটি ছবিও ভাইরাল হয়, যা দেখে অনেকে ভুলবশত ধরে নেন, ভিডিওর ঘটনার কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে বাস্তবতা ভিন্ন। মিশার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ভাইরাল ভিডিওটি ভুয়া এবং সেটির সঙ্গে অভিনেতার কোনো সম্পর্ক নেই। ভিডিওতে যে ব্যক্তি মারধরের শিকার হয়েছেন, তিনি মিশা নন। আর হাসপাতালের ছবিটি সত্য হলেও সেটি ছিল হাঁটুর পুরোনো চোটের জন্য অস্ত্রোপচারের সময় তোলা।

প্রসঙ্গত, ২০১৬ সালে ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ে একটি নৃত্যদৃশ্যে অংশ নিতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুতে চোট পান মিশা সওদাগর। পরবর্তী পরীক্ষায় জানা যায়, তার লিগামেন্ট ছিঁড়ে গেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে গিয়ে অস্ত্রোপচার করান তিনি।

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
নাটক নির্মাণ মামলায় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নাটক নির্মাণ মামলায় চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মেট গালায় তারকাদের মোবাইল-সেলফি নিষিদ্ধ, থাকছে আরও কঠোর নিয়ম

মেট গালায় তারকাদের মোবাইল-সেলফি নিষিদ্ধ, থাকছে আরও কঠোর নিয়ম

 ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল

ভারতের ৯ বিমানবন্দরে তুর্কি প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশনের লাইসেন্স বাতিল

সংশ্লিষ্ট

হাঁটুর অস্ত্রোপচারের পর বাসায় ফিরলেন মিশা সওদাগর

হাঁটুর অস্ত্রোপচারের পর বাসায় ফিরলেন মিশা সওদাগর

মা হওয়ার পর দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন

মা হওয়ার পর দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন

মঞ্চস্থ হলো থিয়েটার বাংলার নাটক "তক্ষক"

মঞ্চস্থ হলো থিয়েটার বাংলার নাটক "তক্ষক"

আপত্তির মুখে ‘পুলসিরাত’ সিনেমার নাম পরিবর্তন

আপত্তির মুখে ‘পুলসিরাত’ সিনেমার নাম পরিবর্তন