বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০১:১৩ এএম
ছবি: সংগৃহীত
বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান ফের আলোচনায়। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সোলজার’-এর প্রথম লুক প্রকাশ করেছে এসকে ফিল্মস। মাত্র ৩৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় তুমুল প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “Recharge and ready, here comes the first glimpse of Soldier.” শুরুতেই দেখা যায়, ‘দুর্নীতি’, ‘সিন্ডিকেট’, ‘বাংলাদেশ’ ও ‘রাজনীতি’—এই শব্দগুলোতে ফুটে ওঠে ক্ষমতার জটিলতা এবং সামাজিক বাস্তবতার ছাপ।
এরপর স্ক্রিনে উঠে আসে মেগাস্টার শাকিব খান। দৃশ্যগুলোতে দেখা যায় স্মৃতিসৌধ, শাপলা চত্বর, সংসদ ভবনসহ দাবার গুটি ও স্ট্যাম্পের প্রতীকী ব্যবহার। পরবর্তী দৃশ্যে উঠে আসে শব্দটি ‘রিভেঞ্জ’, যা সঙ্গে অ্যাকশন দৃশ্যের উত্তেজনা যোগ করে। শেষে স্ক্রিনে ভেসে ওঠে ‘এগেইনস্ট করাপশন সিস্টেম’, পাশে বাংলাদেশের মানচিত্রের মনোগ্রাম।
সবচেয়ে নজরকাড়া অংশটি হলো শাকিব খানের তীব্র চিৎকার এবং স্ক্রিনে তার তীক্ষ্ণ দৃষ্টি। এই মুহূর্তে দেখা যায় লেখা ‘ওয়ান কমন ম্যান’, পেছনে শোনা যায় সংলাপ: “তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?”—যা ভিডিওটির প্রাণ হয়ে উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। একজন লিখেছেন, “তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি—অসাধারণ একটি সিনেমা হবে আশা করছি।” আরেকজন মন্তব্য করেছেন, “এটা কি সত্যি শাকিব খান? নতুন কিছু আসছে। ‘সোলজার’-এর মাধ্যমে আবার নতুন রূপে ফিরছেন মেগাস্টার।”
প্রথম লুক দেখে বোঝা যাচ্ছে, ‘সোলজার’ কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, বরং দুর্নীতি ও রাজনৈতিক অন্ধকারের বিরুদ্ধে এক সাধারণ মানুষের প্রতিরোধের গল্পকে ফুটিয়ে তুলবে। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাকিব খানের এই নতুন রূপে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য।
ভোরের আকাশ//হর