বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১২:০৭ এএম
পরীমণির মানহানির মামলা খারিজ করল ট্রাইব্যুনাল
চিত্রনায়িকা পরীমণির দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গৃহকর্মী পিংকি আক্তার ও কয়েকটি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তিনি মামলাটি দায়ের করেছিলেন।
মঙ্গলবার (৮ জুলাই) মামলাটি খারিজ করে দেন সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. জুয়েল।
আদালত জানায়, চলতি বছরের ২১ মে সরকার ‘সাইবার নিরাপত্তা আইন’ বাতিল করে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে। পরীমণির মামলা পূর্বের আইনের ২৮ ও ৩১ ধারায় দায়ের হলেও, নতুন অধ্যাদেশে ওই ধারাগুলো অন্তর্ভুক্ত না থাকায় মামলাটি আর গ্রহণযোগ্যতার পর্যায়ে পড়ে না।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পরীমণি মামলাটি দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে ছিলেন গৃহকর্মী পিংকি আক্তার ছাড়াও “সব খবর” অনলাইনের স্বত্বাধিকারী মোরশেদ সুমন, “প্রতিদিনের বাংলাদেশ ইন্টারটেইনমেন্ট”, “পিপল নিউজ” ও “ডিজিটাল খবর” নামের তিনটি অনলাইন পোর্টাল।
মামলার অভিযোগে বলা হয়, চলতি বছরের ৫ মার্চ একটি এজেন্সির মাধ্যমে পিংকিকে শিশু পরিচর্যার জন্য নিয়োগ দেন পরীমণি। তবে ২ এপ্রিল তিনি হঠাৎ বাসা ছেড়ে চলে যান এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে পরীমণির বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত অনলাইন পোর্টালগুলো ওইসব বক্তব্য প্রচার করে ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, যা পরীমণির সামাজিক মর্যাদায় আঘাত হানে।
তবে নতুন সাইবার সুরক্ষা আইনের কাঠামোয় মামলাটি উপযুক্ত নয় বিবেচনায় আদালত তা খারিজ করে দেন।
ভোরের আকাশ/হ.র