বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ১১:২২ এএম
প্রাক্তন প্রেমিকার জন্মদিনে উপস্থিত সালমান খান
নব্বইয়ের দশকের বলিউডের আলোচিত প্রেমিক জুটি সালমান খান ও সংগীতা বিজলানিয়ের দীর্ঘ সম্পর্ক ও বন্ধুত্ব নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘ এক দশক ধরে সম্পর্ক থাকার পর বিয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বিয়ের পথে যাওয়া হয়নি তাদের। তবে এই দম্পতির মধ্যকার বন্ধুত্ব আজও অটুট রয়ে গেছে।
সম্প্রতি সংগীতা বিজলানির ৬৫তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের বান্দ্রায় আয়োজিত এক গোপনীয় পার্টিতে হাজির ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জন্মদিনের অনুষ্ঠানে প্রবেশের সময় সালমান খানকে কিছুটা গম্ভীর দেখা গেলেও এক শিশুভক্তের সঙ্গে সাক্ষাতের পর তার মুখে ফিরে আসে পরিচিত হাসি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং ব্যাপক প্রশংসা পেয়েছে।
সংগীতার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন বিজলানিও। তিনি ইনস্টাগ্রামে সংগীতা ও সালমানের সঙ্গে একটি ছবি শেয়ার করে লেখেন, “শুভ জন্মদিন সংগীতা বিজলানি, তুমি সত্যিই এক মিষ্টি মানুষ। দিনটা আরও সুন্দর হয়ে উঠলো সালমান খানের সঙ্গে। অনেক ভালোবাসা ভাই।”
টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং সেটে প্রথম পরিচয়ের পর থেকেই শুরু হয়েছিল সালমান ও সংগীতার প্রেমের গল্প। এতটাই গভীর হয়েছিল তাদের সম্পর্ক যে বিয়ের কার্ড ছাপানোর পরিকল্পনাও করেছিল তারা। কিন্তু পরে অজানা কারণে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে জুটি।
সংগীতা বিজলানি ১৯৯৬ সালে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন এবং ২০১৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে সালমান ও সংগীতার বন্ধুত্বে কোনো ফাটল ধরে না। বলিউডের গ্ল্যামার, গসিপ আর সম্পর্কের জটিলতায় যখন অনেক পুরনো বন্ধন ছিন্ন হয়ে যায়, তখন তাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে এক অনন্য উদাহরণ হিসেবে।
ভোরের আকাশ//হ.র