বলিউড তারকার বিপরীতে বড় পর্দায় তানজিন তিশা
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার পা রাখছেন বড় পর্দায়। দীর্ঘদিন ছোটপর্দায় সাফল্যের সঙ্গে কাজ করলেও সিনেমায় অভিনয়ের জন্য পাওয়া প্রস্তাবগুলোর গল্প তার মন মত না হওয়ায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার খুঁজে পেয়েছেন নিজের পছন্দের গল্প—আর সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন সম্মতি।
তবে এ যাত্রা ঢালিউডে নয়, তানজিন তিশার সিনেমা অভিষেক হচ্ছে টালিউডে। আর প্রথম ছবিতেই তিনি জুটি বাঁধছেন বলিউডের 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেতা শারমন জোশির সঙ্গে।
‘ভালোবাসার মরসুম’ নামের এই রোমান্টিক ঘরানার ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ, যিনি এর আগে জিৎকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘রাবন’ সিনেমা।
পরিচালক নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, গত সপ্তাহে তিনি ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসে তানজিন তিশাসহ দেশের কয়েকজন অভিনেত্রীর সঙ্গে বৈঠক করেন। নানা দিক বিবেচনা করে অবশেষে তানজিন তিশাকে ছবির প্রধান চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়।
সিনেমার গল্পে তিশা অভিনয় করবেন ‘হিয়া’ নামের একটি চরিত্রে। অন্যদিকে শারমন জোশিকে দেখা যাবে একজন অধ্যাপকের ভূমিকায়। বাংলাদেশের তরুণ অভিনেতা খাইরুল বাশারকেও ছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।
শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। প্রথম ধাপে টানা ২৩ দিন দৃশ্যধারণ চলবে। এরপর অক্টোবর মাসে মুর্শিদাবাদে হবে দ্বিতীয় ধাপের শুটিং। নির্মাতা জানান, ছবিটি ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।
তানজিন তিশার এই টালিউড অভিষেককে ঘিরে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে জোরালো উত্তেজনা দেখা দিয়েছে। ছোটপর্দার এই তারকার বড় পর্দার যাত্রা কেমন হয়, তা এখন সময়ই বলে দেবে।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল ও শক্তিমান নাম ডলি জহুর। যুগের পর যুগ নাটক, সিনেমা ও মঞ্চে তার সহজাত অভিনয় দিয়ে দর্শকের মনে স্থান করে নিয়েছেন তিনি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হলেও, আজকাল তাকে অভিনয়ে খুব একটা দেখা যায় না। বর্তমান পর্বে তার কাজের সংখ্যা অনেকটাই কমে এসেছে। ডলি জহুরের জীবন, অনুভূতি এবং শিল্পের প্রতি তার দর্শন নিয়ে গভীর আলোকপাত থাকল এই আলোচনায়।অভিনয় থেকে সরে আসার কারণ: ডলি জহুর স্পষ্ট বলেন, বর্তমান নাটক ও সিনেমার গল্প-চরিত্রগুলোতে নতুনত্বের ঘাটতি রয়েছে। একই ধরনের গল্প আর ঘুরেফিরে আসা চরিত্রে অভিনয় করতে গিয়ে একঘেয়েমি কাজ করে তার মধ্যে। বিশেষ করে সিনেমায় প্রায়ই মা চরিত্রে তাকে ডাকলেও, এগুলোর গুরুত্ব কম থাকে যে কারণে তিনি আর আগ্রহ পান না। অভিনয়শিল্পী হিসেবে সেই চরিত্র চান, যেখানে নিজের প্রতিভা তুলে ধরার সুযোগ থাকে।একঘেয়ে ও গুরুত্বহীন চরিত্রে আর কাজ করতে ইচ্ছা করে না। নাটক এখনো করি, যদি কিছু ভিন্নতা পাই। দর্শকের ভালোবাসা ও নিজের অর্জনকে মূল্যবান মনে করে ডলি জহুর। তাই তিনি চান, জীবনটা আতিশয্য ছাড়াই শান্তিতে কাটাতে।কাজ বন্ধের কষ্ট ও শিল্পীর তৃষ্ণা: কাজ কমিয়ে দেওয়াতে মামুলি কোনো আফসোস নেই তার, তবে শিল্পীর মনের যে অস্থিরতা ও অভিনয়ের ক্ষুধা, সেটির তৃপ্তি নেই বলেই কষ্ট হয় বলে জানান ডলি জহুর। পেশাদার অভিনেত্রী হিসেবে সারাজীবন চেষ্টা করেছি চরিত্রর সত্যতা ধরে রাখতে। সম্মানি নয়, আমি অভিনয়কে ভালোবেসে করেছি; মানুষের ভালোবাসার জন্যই সবকিছু।তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘ভালোবাসা’-ই শিল্পীপনার মূল অনুপ্রেরণা। বর্তমানে সেই সত্যিকারের ভালোবাসার খরা দেখেন তিনি; তার মতে, মানুষের আবেগ ও আন্তরিকতার জায়গায় কৃত্রিমতা ঢুকে পড়েছে। সবাই আজ আত্মকেন্দ্রিক শিল্প কিংবা সমাজ নিয়ে ভাবনার সুযোগই নেই।সমকালীন শিল্প-ইন্ডাস্ট্রি ও মানুষের মনস্তত্ত্ব: ডলি জহুর মনে করেন, আজকের ইন্ডাস্ট্রিতে নিখাদ ভালোবাসা ও পারস্পরিক নির্ভরতা আগের মতো নেই। সমাজ ও সম্পর্ক নিয়ে তার পর্যবেক্ষণ: মানুষ এখন আর আপনজনকে নিজের মনে করতে পারে না। সবাই যেন শুধু ব্যক্তিগত উন্নতি ও সামর্থ্য বৃদ্ধিতেই ব্যস্ত। এই সময়ের শিল্প-পরিমণ্ডল ও পরিবর্তিত সভ্যতায় নিঃস্বার্থ ভালোবাসার জায়গা সংকুচিত হয়ে এসেছে বলেই তিনি ভাবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই বিষয়ে তার অনুভূতি আরও গভীর হয়েছে।পরিবার, দেশ, ও পরিচিতির আকর্ষণ: অস্ট্রেলিয়ায় থাকা একমাত্র সন্তানের কাছে চলে যেতে সুযোগ থাকলেও, তিনি নিজেকে সে গণ্ডির মধ্যে আটকে রাখতে চান না।ডলির অনুভূতি: দেশের মাটি, খোলা আকাশ, চেনা মানুষ, পরিবেশ এসবই আমার জীবনের আনন্দ। বিদেশে গেলেই মনে হয় বন্দিত্ব, যে স্বাধীনতা এখানে পাই সেখানেই শান্তি। দেশের মানুষের কষ্ট দেখলে, নিজেকে অন্তত তাদের পাশে দেখতে চান।পুরস্কার ও প্রকৃত কৃতজ্ঞতা: জীবনের সব অর্জন, পুরস্কার ও রাষ্ট্রীয় স্বীকৃতির চেয়েও ডলি জহুরের কাছে সবচেয়ে বড় পাওনা দর্শকের অকৃত্রিম ভালোবাসা ও সম্মান। মানুষের ভালোবাসা, এটাই হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। রাষ্ট্রীয় স্বীকৃতি গুরুত্বপূর্ণ, তবে দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর মূল চালিকাশক্তি। তিনি মনে করেন, শিল্পীর এগিয়ে চলার প্রেরণা ও মুকুট দর্শকের এই ভালোবাসা, যা তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে।ডলি জহুরের দর্শনে শিল্প ও মানবতার মিশেল: বাংলাদেশের সংস্কৃতি-ইতিহাসের এক অনুসরণযোগ্য পর্বজ বিশিষ্ট শিল্পী ডলি জহুরের জীবন ও অনুভূতি সচেতন দর্শক, মেধাবী সহকর্মী ও নবীন শিল্পীদের জন্য অন্যতম শিক্ষা। উপলব্ধি, আবেগ আর আদর্শিক আন্তরিকতায় তিনি জানান দেন শিল্প, দেশ, মানুষ ও ভালোবাসার টানেই এগিয়ে চলে একটি শিল্পীর যাত্রা; পুরস্কার, অর্থ কিংবা খ্যাতির উর্ধ্বে মানবিকতা ও আত্মপ্রত্যয়ই তার আসল পরিচয়।ভোরের আকাশ/এসএইচ
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার পা রাখছেন বড় পর্দায়। দীর্ঘদিন ছোটপর্দায় সাফল্যের সঙ্গে কাজ করলেও সিনেমায় অভিনয়ের জন্য পাওয়া প্রস্তাবগুলোর গল্প তার মন মত না হওয়ায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার খুঁজে পেয়েছেন নিজের পছন্দের গল্প—আর সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন সম্মতি।তবে এ যাত্রা ঢালিউডে নয়, তানজিন তিশার সিনেমা অভিষেক হচ্ছে টালিউডে। আর প্রথম ছবিতেই তিনি জুটি বাঁধছেন বলিউডের 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেতা শারমন জোশির সঙ্গে।‘ভালোবাসার মরসুম’ নামের এই রোমান্টিক ঘরানার ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ, যিনি এর আগে জিৎকে নিয়ে নির্মাণ করেছিলেন ‘রাবন’ সিনেমা।পরিচালক নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন, গত সপ্তাহে তিনি ও সিনেমাটির কাস্টিং ডিরেক্টর শরিফ ঢাকায় এসে তানজিন তিশাসহ দেশের কয়েকজন অভিনেত্রীর সঙ্গে বৈঠক করেন। নানা দিক বিবেচনা করে অবশেষে তানজিন তিশাকে ছবির প্রধান চরিত্রের জন্য চূড়ান্ত করা হয়।সিনেমার গল্পে তিশা অভিনয় করবেন ‘হিয়া’ নামের একটি চরিত্রে। অন্যদিকে শারমন জোশিকে দেখা যাবে একজন অধ্যাপকের ভূমিকায়। বাংলাদেশের তরুণ অভিনেতা খাইরুল বাশারকেও ছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায়। প্রথম ধাপে টানা ২৩ দিন দৃশ্যধারণ চলবে। এরপর অক্টোবর মাসে মুর্শিদাবাদে হবে দ্বিতীয় ধাপের শুটিং। নির্মাতা জানান, ছবিটি ২০২৬ সালের ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার।তানজিন তিশার এই টালিউড অভিষেককে ঘিরে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে জোরালো উত্তেজনা দেখা দিয়েছে। ছোটপর্দার এই তারকার বড় পর্দার যাত্রা কেমন হয়, তা এখন সময়ই বলে দেবে।ভোরের আকাশ//হ.র
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যু নিয়ে গোটা দেশ শোকের নিমগ্ন। স্বাধীনতার পর দেশের ইতিহাসে এমন হৃদয়বিদারক ঘটনা বিরল। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া মৃতের সংখ্যা ৩১ এবং আহত শতাধিক, যাদের অধিকাংশই শিশু।এই দুঃখজনক পরিবেশের মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তি থামছে না। ‘অনলাইন ট্রায়াল’ নামে পরিচিত এই মনগড়া অভিযোগ ও বিচার একাডেমিক পরিবেশ ও পরিবারগুলোর জন্য নতুন এক বিপর্যয় সৃষ্টি করছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের অনেক মানুষ।এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বুধবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “ডিপ্রেশন আর ট্রমা কোনো কল্পনা নয়, এগুলো বাস্তব। নিঃশব্দ, কিন্তু ভিতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এগুলো শুরু হয় ছোটবেলায়, আর একটি মাত্র ঘটনা জীবন বদলে দিতে পারে।”তিনি আরও বলেন, “আজকের দিনে যখন একটি ভুল মুহূর্ত পুরো সমাজের সামনে ছড়িয়ে পড়ে, যখন প্রত্যেকে বিচারক হয়ে যায়, তখন একজনের পক্ষে আগের মতো জীবন যাপন করা সম্ভব হয় না।”নুসরাত ফারিয়া অনলাইন ট্রায়ালের নির্মমতার দিকে ইঙ্গিত করে বলেন, “এটি শুধু একজন ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকে গভীর ট্রমায় ফেলে দেয়। ভিউয়ের পেছনে ছুটতে ছুটতে যদি আমরা একটু থামতাম, একটু ভাবতাম।”গত সোমবার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত প্রশিক্ষণ জেটের ঘটনাটি দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা হিসেবে নথিভূক্ত হয়েছে। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এই দুঃখজনক ঘটনায় পুরো জাতি শোকাহত হলেও, সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া গুজব ও অবান্তর সমালোচনা পরিস্থিতিকে আরও সংকটময় করছে বলে মনে করা হচ্ছে।ভোরের আকাশ//হ.র
দীর্ঘদিনের নীরবতা ভেঙে ফের একবার একসঙ্গে আলোচনায় চলে এলেন এক সময়ের আলোচিত জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে তাদের শেষ ছবি ‘ধূমকেতু’। ছবিটির প্রচারকে কেন্দ্র করেই তাদের মধ্যে নতুন করে প্রশংসা ও স্নেহের ভাষণ শোনা গেছে।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেব বলেন, “আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে! পাশাপাশি দাঁড়িয়ে কী বলব জানি না। তবে আমি ওর কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই, আর আমি ওকে কী-ই বা দেব যা ওর কাছে নেই। একজন মেয়ের মতো সংসার, সন্তান এবং ক্যারিয়ার একসঙ্গে সামলানো খুব সহজ কাজ নয়, সেটা আমি সত্যিই প্রশংসা করি।”এর জবাবে শুভশ্রী বলেছেন, “ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। কিন্তু এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় ব্যাপার। দেব আমার পরিশ্রমকে চোখে পড়েছে বলে তাকে ধন্যবাদ জানাই। আমিও বলতে চাই, দেবও খুব ভালো কাজ করছে।”উল্লেখ্য, দেব ও শুভশ্রীর প্রেম অনেক আগেই শেষ হয়েছে। বর্তমানে শুভশ্রী স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার পরিচালনা করছেন। অন্যদিকে, দেব অভিনেতা হিসেবে কর্মরত থাকাসহ সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন।এই প্রশংসা বিনিময় তাদের প্রাক্তন সম্পর্কের স্নিগ্ধতা ফুটিয়ে তুলেছে এবং ‘ধূমকেতু’ মুক্তি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।ভোরের আকাশ//হ.র